দেশ

নির্বাচন কমিশনের নজরে নমো টিভি


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১২ এপ্রিল; আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নমো টিভি। এখন নির্বাচন কমিশনের আতশ কাচের নীচে নমো টিভি।
মোদির বায়োপিকের মতোই নমো টিভিতেও কিছু বিধিনিষেধ জারি করলো নির্বাচন কমিশন। বিরোধীরা বিভিন্ন জায়গায় ভোটের মুখে নমো টিভি খোলার বিরোধিতা করে আসছিল। এবার নির্বাচন কমিশন বিধিনিষেধ জারি করলো।
জানা যায় নমো টিভি বিজেপির আই.টি. সেল এর দ্বারা পরিচালিত। এই টিভির এম.সি.এম.সি-র অনুমোদন ছিল না। নির্বাচন কমিশন বলেন রাজনৈতিক প্রচার সংক্রান্ত কোনো প্রোগ্রাম এই টিভিতে দেখানো যাবে না। প্রোগ্রামগুলোকে আগে অনুমোদন দিতে হবে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটারিং কমিটিকে(এমসিএমসি)।
প্রসঙ্গত লোকসভা ভোটের আগেই হঠাৎ নমো টিভি লঞ্চ করে মোদী ভক্তরা। তাদের উদ্দেশ্য ছিল মোদীর ভাষণ প্রচার করা। বিরোধীদের প্রতিবাদের চাপে নমো টিভির নাম পাল্টে হয় কনটেন্ট টিভি। তাতেও নির্বাচন কমিশনের নজর এড়ানো গেল না। যে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন ও প্রচার করতে এম.সি.এম.সি.-র অনুমোদন নিতে হবে – নির্বাচন কমিশনের নির্দেশ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।