মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:১৩ই জুন:- ঘটনায় প্রকাশ সুন্দরবন এলাকায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর পক্ষ থেকে বন্টন করা ত্রাণের ছবি চুরি করে তৃণমূল সাংসদ রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে , এবং ইতিমধ্যেই এই বিষয়ে বামপন্থী রাজনৈতিক দল ও গণসংগঠনগুলো সহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নেট দুনিয়ায় চলছে নিন্দার ঝড় , ঘটনা সামনে আসতেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সৌরভ চক্রবর্তী জানিয়ে দিয়েছেন যেই ছবিগুলো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে সেগুলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়ার সময় কালের ছবি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কোনরকম সাহায্য পায়নি সুতরাং ডেরেক ওব্রায়নের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সম্পাদক প্রদীপ মহাপাত্রকে ফোন করা হলে উনি জানান তাদের সংগঠন করোনা মহামারী পরিস্থিতি ও লকডাউন এর সময়কালে হাসনাবাদ এলাকায় দশখানা, মিনাখা অঞ্চলে সাতখানা এবং সন্দেশখালিতে তিনখানা কমিউনিটি কিচেন সেন্টার চালাচ্ছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ , হাসনাবাদ এবং মিনাখাঁ এলাকায় প্রতিদিন প্রায় ৬৭০০ মানুষের দুপুরের খাবার এবং বিকেলের টিফিন এর ব্যবস্থা করা হয় যেটা শুধুমাত্র বিজ্ঞান মঞ্চ নিজেদের সংগঠনের পক্ষ থেকে চালায় , এবং সন্দেশখালিতে তিনটে কমিউনিটি কিচেন সেন্টার যেখান থেকে রোজ আড়াই হাজার মানুষ খাদ্য গ্রহণ করেন সেখানে কয়েকটি বামপন্থী সংগঠন যৌথভাবে তাদেরকে সাহায্য করেন , এই পর্যন্ত তাদের সংগঠনের পক্ষ থেকে প্রায় কুড়ি লক্ষ টাকার উপরে ঝড় বিধ্বস্ত এলাকায় খরচ করা হয়েছে , যার মধ্যে খাদ্য ও রেশন সামগ্রী সহ সাধ্যমতো নগদ টাকাও আর্ত মানুষদের হাতে দেওয়া হয়েছে , তাদের সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা , হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলা নিজেদের উদ্যোগে জেলা কমিটি গত ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটি তারাও রাজ্য কমিটির পক্ষ থেকে তাদের সাধ্যমত ত্রাণসামগ্রী মানুষকে পৌঁছে দিচ্ছেন এবং আগামীতে যে সকল মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদেরকে ত্রিপল এবং মশারি সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে , যার জন্য এখন চলছে অর্থ সংগ্রহের কাজ ।
এবং এই সকল কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নাগরিক সমাজের কাছে নিশ্চিত ভাবেই একটি বার্তা পৌঁছে দিতে পেরেছেন যার দরুন প্রচুর মানুষ কেউ লক্ষাধিক টাকা থেকে শুরু করে কেউ তার সাধ্যমত ২০০ টাকা দিয়েও সাহায্য করেছেন , কিন্তু এই বিষয়ে গত ৩১ শে মে সকালে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন সোশ্যাল মিডিয়াতে কয়েকটি ছবি পোস্ট করে দাবি করেন রাজ্য সরকারের পক্ষ থেকে ৬৫০০ কোটি টাকার যে সাহায্যর প্যাকেজ ঘোষণা করা হয়েছে সে সাহায্য গরিব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে , এখান থেকেই বিতর্কের সূত্রপাত , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর পক্ষ থেকে দাবি করা হয় যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে সাংসদের সোশ্যাল মিডিয়াতে সেগুলো বিজ্ঞান মঞ্চের ত্রাণসামগ্রী বিতরণ এর ছবি।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটির সম্পাদক প্রদীপ মহাপাত্র মহাশয়কে ফোনে জিজ্ঞাসা করা হলে উনি জানান , এরকম একটি ঘটনা উনি শুনেছেন কিন্তু নিজে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি একটিভ না থাকার দরুন বিষয়টি পরিষ্কার জানেন না তবে সংগঠনের সদস্যদের কাছ থেকে উনি জানতে পেরেছেন একটি বিশেষ রাজনৈতিক দল এর সাংসদ যে ছবি ব্যবহার করেছে সেটা তাদের সংগঠনের ছবি এ বিষয়ে আগামীকাল ১৪ ই জুন তাদের রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে , প্রয়োজনে সংসদ এর বিরুদ্ধে মামলা হ’তে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাংসদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।