মিঠুন ভট্টাচার্য, চিন্তন নিউজ, ১২ ফেব্রুয়ারি: মেয়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন শিলিগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী শ্রী প্রদীপ কুমার বনসল। ঘটনায় প্রকাশ চার বছর আগে স্থানীয় এক ব্যবসায়ী পরিবারে প্রদীপ বাবুর মেয়ে রোসির বিয়ে সম্পন্ন হয়।
প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও পরে জানা যায় প্রদীপবাবুর জামাই জটিল রোগে আক্রান্ত। কিন্তু পরিবারের পক্ষ থেকে সেই কথা সম্পূর্ণ গোপন করে, তাদেরকে কিছু না জানিয়ে বিয়ে করানো হয়েছে। এ বিষয়ে উনি প্রতিবাদও জানান। পরে প্রদীপবাবু প্রশাসনের দ্বারস্থ হলে ওই ব্যবসায়ী পরিবার ফেরার হয়ে যায়।
এই অবস্থায় প্রদীপ বাবু তার অসহায় মেয়ে এবং নাতি ভারগাভ আগারওয়ালকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। পাশে দাঁড়িয়েছেন শিলিগুড়ির নাগরিক সমাজের একটা বড় অংশ। আজ প্রায় ৭ দিন থেকে অবস্থান ও ধর্না প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ চলছে।