রাজ্য

ময়ুরেশ্বর ব্লকের এক দিনমজুরের ১৬বছরের ছেলের আত্মহত্যা।


শ্রীমন্ত মুখার্জি:চিন্তন নিউজ:১২ই ফেব্রুয়ারি:–ময়ূরেশ্বর-১ ব্লকের ডাবুক গ্রাম পঞ্চায়েতের মজুরহাটী গ্রামের রোহিত লেট, বয়স ১৬, দশম শ্রেনীর ছাত্র গতকাল সন্ধ্যার আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে । সেই সময় বাড়িতে বাবা মা ছিল না । তারা অন্যের জমিতে দিনমজুর খাটতে গিয়েছিল। একমাত্র ছেলে, দিদির বিয়ে হয়ে গেছে শশুড়বাড়িতে ছিল। সে একাই ছিল বাড়িতে। একা থাকার সুযোগে এত বড়ো ঘটনা ঘটাবে কেউ আন্দাজ করতে পারে নি।

খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, কারোর কোন অভিযোগ নেই ওর প্রতি। জানা গেছে মোবাইল গেম খেলত, সবার ধারণা সেই গেম খেলতে খেলতে কিছু হতাশা থেকে হতে পারে । অনলাইন গেমও হতে পারে । প্রথমে মুখে সেলো টেপ চিটিয়ে দেয়, তার উপর মুখে রুমাল বেঁধে দেয়। তারপর গলায় দড়ি দিয়ে ঝুলে পরে। বাবার নাম ভগীরথ লেট, মা ফুলু লেট।ছেলের এই আত্মহত্যায় বাবা, মা, হতচকিত, শোকে বিহ্বল। কেন এমন হ’ল কেউ বুঝে উঠতে পারছে না।

সন্ধ্যায় পুলিশ ডেডবডি নিয়ে গেছে পোস্টমর্টেম এর জন্য । আজ রামপুরহাট হাসপাতালে পোস্টমর্টেমের পর জানা যাবে আসল কারণ। একটি তরতাজা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।