জেলা রাজ্য

মানুষ মানুষের জন্য


তাপস চ্যাটার্জি:চিন্তন নিউজ:২০শে মার্চ:- মানুষের সাহায্যে মানুষের কাছে পৌঁছনোর এক অভুতপূর্ব প্রয়াস। শিলিগুড়ির বহুতলের মানুষজন নিজেদের বাড়ির তৈরি রুটি স্থানীয় সিপিআইএম কর্মীদের দিচ্ছেন, যাতে করে দুঃস্থ মানুষদের কাছে খাবার পৌঁছোয়। মার্কসবাদ সৃজনশীল বিজ্ঞান। তাই বামপন্থীরা সব সময়েই নিত্যনতুন উদ্ভাবন ও পরিকল্পনার মধ্যে দিয়েই মানুষের পাশে মানুষের প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করে। কোন বাধাই বাধা নয়।

বহুতল আবাসনের দ্বোতলা থেকে দড়ি দিয়ে বেঁধে ব্যাগের মধ্যে রুটি পৌঁছে যাচ্ছে রাস্তায় দাঁড়ানো কমরেডদের কাছে। এভাবেই বাড়ি বাড়ি বানানো রুটি সংগ্রহ করে পৌঁছে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কিংবা কাজ হারানো রোজগারহীন মানুষদের জন্য। শিলিগুড়ি পৌর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের কমরেডদের উদ্যোগ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।