জেলা

দক্ষিন চব্বিশ পরগনার সংক্ষিপ্ত খবর…….


চিন্তন নিউজ: ২৮শে নভেম্বর:- বারুইপুর থেকে চন্দনা বাগচী জানাচ্ছেন যে আজ মহান দার্শনিক ও কার্ল মার্ক্সের অন্তরঙ্গ বন্ধু ফ্রেডেরিক এঙ্গেলস এর দ্বিশততম জন্ম বর্ষ পালিত হলো সিপিআই(এম) দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দপ্তর বারুইপুর প্রভাষ চন্দ্র ঘোষ স্মৃতি ভবনে l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শমীক লাহিড়ী ও অন্যান্য জেলা নেতৃত্ব l সকলে মহান দার্শনিকের প্রতিকৃতি তে মাল্য দান করে বিনম্র শ্রদ্ধা জানান l সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন নেতৃত্ব l

অন্য দিকে সোনারপুর থেকে অভিজিৎ দাসগুপ্ত জানাচ্ছেন যে গত ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার জন্য সংগ্রামী জনতাকে অভিনন্দন জানিয়ে এবং দিল্লির বুকে কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে আন্দোলনরত অন্নদাতা কৃষকদের উপর কেন্দ্রের বিজেপি সরকারের বর্বরোচিত হামলার প্রতিবাদে মাইক প্রচার চলছে। সিআইটিইউ নির্মাণ কর্মী ইউনিয়ন – সোনারপুর পশ্চিম এরিয়া কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।