জেলা রাজ্য

মানবিকতার সাথে বিপর্যস্ত মানুষের পাশে শিক্ষক সমাজ


সৌমেন বাগ: চিন্তন নিউজ:১১ই জুন:– নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন শুধুমাত্র শিক্ষক স্বার্থ, শিক্ষা সংক্রান্ত দাবীই করেন তা নয়।এই দাবী গুলির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থাকাই কাম্য পেশাভিত্তিক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির। শিশুদের সঙ্গে তো বটেই তার পরিবারের সঙ্গেও একাত্মতা শিক্ষক শিক্ষিকাদের। তারই এক ক্ষুদ্র প্রয়াস, এবিপিটিএ, উলুবেড়িয়া পূর্ব চক্রের।

এবিপিটিএ, উলুবেড়িয়া পূর্ব চক্রের উদ্যোগে ২য় পর্যায়ে ত্রাণ-বিতরণ করা হ’ল। লকডাউনে ও আম্ফানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার সদিচ্ছা নিয়ে প্রাথমিক শিক্ষক সংগঠন পৌঁছে যান সেই বিপর্যস্ত মানুষদের পাশে। দুই পর্যায়ে তাঁরা মোট ১৫০ টি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।