চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ১৮ ই অক্টোবর – পূর্ব বর্ধমান জেলার ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে পূজা প্রাক্কালে একটি বস্ত্রবিতরণ অনুষ্ঠান পালিত হলো নীলপুর বাজার অঞ্চলে, যাতে পূজার আনন্দ সমাজের সব স্তরের মানুষের সাথে ভাগ করে নেওয়া যায়। এই অনুষ্ঠানের পৌরহিত্য করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন (কলা বিভাগ) শ্রী অরূপ চট্টোপাধ্যায়। শুরুতে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য দীপঙ্কর দে। অনুষ্ঠানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বলেন প্রাক্তন প্রধান শিক্ষক ও এরিয়া কমিটির সদস্য দেবাশীষ সেন তাঁর সহজ ও প্রাঞ্জল ভাষায়। অধ্যাপক অরূপ চট্টোপাধ্যায় বলেন এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা এবং বর্তমান সরকারের উদাসীনতার কথা। কেন্দ্রীয় সরকারের জাতপাতের ও ধর্মীয় বিভাজনের ফলে দেশের সংহতি আজ ব্যাহত, ৩৪ বছরে রাজ্যে বামফ্রন্ট সরকার উদার ও গণতান্ত্রিক যে সম্প্রতির বাতাবরণ সৃষ্টি করেছিলো তার উল্লেখ করেন।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দীপশিখা সেগুপ্ত, অদিতি বোস, সব্যসাচী রায় চৌধুরী, পারমিতা নন্দী। আবৃতি করেন সায়ন্তী সাহা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবেতদের প্রতি বিশেষ মর্যাদা প্রদর্শন করা হয়। ছাত্র ও যুবর সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি ছিলো উৎসাহব্যঞ্জক। ছাত্রনেতা অনির্বান রায় চৌধুরীর উপস্থিতি কর্মীদের উৎসাহিত করে এই সকল কর্মসূচিতে। প্রায় ১০০ জন নতুন পোষাক অয়ান। এরপর ১৯ ও ২৯ তারিখে পীরতলা ও প্রভাত সংঘের মাঠে বস্ত্রবিতরণ হবে। সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কর্মীদের মনোবলকে আরো শক্তিশালী করে তুলেছে।