সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১২/১০/২০২২:- মঙ্গলবার ভরদুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি স্টেশনে উদ্ধার হলো প্রায় ষাট লক্ষ টাকা । রুটিন তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ আর তখনই এক যুবকের কাছে ওই বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায় বলে সুত্র মারফত জানতে পারা যায় । কল্যানী থেকে আসা অভিষেক সোনকার নৈহাটি স্টেশনে নামতেই জি আর পি তার ব্যাগ তল্লাশি করে, আর দেখা যায় ওই যুবকের ব্যাগে রয়েছে থরে থরে টাকার বান্ডিল । সাথে সাথে আয়কর দফতরে খবর দেওয়া হয় — চলে আসে টাকা গোনার মেশিন । এত টাকা কোথা থেকে পেল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার কোন সদুত্তর দিতে পারেননি এ যুবক । এর পরেই অভিষেক সোনকারকে গ্রেফতার করা হয়।
খবরে প্রকাশ অভিষেক সোনকার এর কাছে একটি অর্ধেক দশ টাকার নোটের অংশ পাওয়া গেছে । কেন ছেঁড়া দশটাকা নোটের অংশ তার কাছে আছে সেটার উত্তর সে দিতে পারেনি । আধিকারিক রা মনে করছেন ওটা সাংকেতিক চিহ্ন ,তার কাছে টাকা নিয়ে যাচ্ছিল তার কাছেই আছে বাকি অর্ধেক টা টাকার অংশ। যুবকটি টিটাগড় এর বাসিন্দা বলে জানা গেছে । দুপুর থেকে রাত পর্যন্ত আয়কর দফতরে র আধিকারিক রা জের করলেও এ যুবক মুখ খোলেনি । বেশ রাতে দফতরের আধিকারিক রা বেরিয়ে যান।
আজ তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে । আধিকারিক রা মনে করছেন যে ঐ যুবকের বাড়ী টিটাগড়ে নয় আর তাই নিয়েও খোঁজখবর চালানো হচ্ছে ।