রাজ্য

জল জঙ্গল জমির অধিকার বুঝে নিতে আদিবাসী অধিকার মঞ্চের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটায়।।


দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি,চিন্তন নিউজ- ৮ ই অক্টোবর:- পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের নাগরাকাটা এলাকায়। আগামী ১৫ ও ১৬ ই অক্টোবর নাগরাকাটা এলাকার আদিবাসী কলা চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলন।জল জঙ্গল জমির অধিকার থেকে আদিবাসী মানুষদের বঞ্চিত করার প্রতিবাদে এই সম্মেলন ও সমাবেশে মিলিত হবেন রাজ্যের ২০টি জেলার আদিবাসী মানুষেরা। সম্মেলনকে সামনে রেখে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সভাপতি তথা তৃতীয় রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটির কনভেনার রামলাল মূর্মু জানালেন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা চা বাগানের বেশিরভাগ শ্রমিক আদিবাসী কিছু নেপালি বা অন্য মানুষজনও রয়েছেন চা বাগানের এই শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে দীর্ঘদিন লড়াই চলল এখনো পর্যন্ত তার কোন সুরাহা হয়নি অবিলম্বে চার শ্রমিকের ন্যূনতম মজুরী নির্ধারণ করা, ১০০. রোস্টার অনুযায়ী চাকরি পদোন্নতি সহ সমস্ত ক্ষেত্রে আদিবাসী মানুষদের অধিকার প্রদান করা, বনবস্তির মানুষদের বন অধিকার আইন ২০০৬ অনুযায়ী সমস্ত অধিকার অবিলম্বে লাগু করা, খনি এলাকা সহ যে সমস্ত এলাকায় আদিবাসী মানুষজন রয়েছে সেখান থেকে আদিবাসীদের উচ্ছেদ বন্ধের দাবি, আদিবাসী গ্রামগুলিতে শিক্ষা স্বাস্থ্যের সরকারি দায়িত্ব পালন করা, আদিবাসী ছাত্র-ছাত্রীদের স্টাইপেন হোস্টেল খরচ পড়াশোনার খরচ অবিলম্বে চালু করা, আদিবাসীদের জমি বেহাত হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সরকারি আইন কঠোরভাবে লাগু করা, আদমশুমারির সময় আদিবাসী মানুষদের জন্য ধর্ম উল্লেখ করার মতন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ মূলত ৮ দফা দাবিতে সংগঠিত হতে চলা এই সম্মেলনের শেষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলিত শোষণ মুক্তি মোর্চার রাষ্ট্রীয় মহাসচিব ডক্টর রামচন্দ্র ডোম, আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের মহাসচিব জিতেন্দ্র চৌধুরী, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের সম্পাদক রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী অধিকারী রাষ্ট্রীয় মঞ্চের নেতৃত্ব ডক্টর পুলিন বিহারী বাস্কে, দেবলীনা হেমব্রম, সমাবেশের সভাপতিত্ব করবেন রামলাল মুর্মু। পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সভাপতি রামলাল মুর্মু আরো জানান গোটা দেশজুড়ে আদিবাসীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ রাজ্যের ক্ষেত্রে দেউচাপামারী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আদিবাসী মানুষদের উচ্ছেদের প্রক্রিয়া চলছে।আদিবাসী মানুষদের অধিকার বুঝে নিতে দুদিন ব্যাপী সম্মেলনে আলোচনা করবেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত তিন শতাধিক প্রতিনিধি। সমাবেশ ও সম্মেলনকে সফল করে তুলতে সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।