সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৪ঠা ডিসেম্বর :–৪ ঠা ডিসেম্বর ভারতীয় নৌ সেনাবাহিনীর এক গর্বের দিন তাই এই দিনটি ভারতীয় নৌ দিবস হিসেবে পালন করা হয়। এই বছরের থিম””ইন্ডিয়ান নেভি কম্ব্যট রেডি ক্রেডিবলএবং কোহেসিভ।
১৯৭১ সালের ঠিক এই দিনে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের করাচি বন্দরে হামলা চালিয়েছিল তা ” অপারেশন ট্রাইডেন্ট” নামে পরিচিত । এই অভিযানে ভারতীয় নৌ সেনাবাহিনী ” পি এন এস খাইবার” সহ চারটি পাকিস্তানি নৌ জাহাজ ডুবিয়ে দিয়েছিল।। এরফলে বহু পাকিস্তানি নৌসেনার মৃত্যু ঘটে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয় উল্টোদিকে ভারতীয় নৌবাহিনীর কোন সদস্যের প্রানহানি তো ঘটেই নি কোন ক্ষয়ক্ষতিও হয়নি।। এতটাই সফল ভাবে ভারতীয় নৌ সেনারা অভিযান চালিয়েছিল।। নৌসেনাদের সাফল্যকে সন্মান জানিয়ে এই দিন টিকে নৌসেনা দিবস হিসেবে পালন করা হয়।।
গুজরাটের ওখা বন্দর দিয়ে ভারতীয় নৌ বাহিনী প্রবেশ করেছিল পাকিস্তান এর জলসীমায় ৪ঠা ডিসেম্বর মধ্যরাতে।। ব্রুক বন যাদব এই নৌবাহিনীর পরিচালনার দায়িত্ব পালন করেন।। নৌবহরে ছিল চারটি বিদ্যুৎ শ্রেনীর ক্ষেপণাস্ত্র যুক্ত রনতরী,আই এন এস নিপাট, নির্ঘাত এবং বীর। ছিল ট্যাঙ্কার। পাক জলসীমায় প্রবেশ করেই আক্রমন চালায় ভারতীয় নৌ বাহিনী।। কোন কিছু বুঝে ওঠার আগেই ডুবিয়ে দেয় পি এন এস মুহাফিজ নামক পাকিস্তানী রনতরীকে।ডুবিয়ে দেয় গোলাবারুদ বহনকারী একটি রনতরী ,একের পর এক যুদ্ধজাহাজ ধ্বংস করে।ভারতীয় নৌ বাহিনী র এই জয় এখন অবধি সবচাইতে বড় জয় হিসেবে ধরা হয়।। পুরো ঘটনাটা যেহেতু ডিসেম্বর এর ৪ তারিখে সংগঠিত হয় সেই জন্য এই দিনটি নৌ দিবস হিসেবে পালন করা হয়।।