সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২৯শে সেপ্টেম্বর:–চাকরির নামে প্রতারণা আরামবাগে —–ধৃত প্রতারক——–। সরকারি চাকরি পাইয়ে দেবেন এই আশা দিয়ে জনগণের কাছ থেকে ৫ লাখ টাকার দাবী করেন হুগলি জেলার আরামবাগের বাসুদেবপুরের এক যুবক—–নাম নবকুমার মান্না।।। বৃহস্পতিবার দুপুরে ভুয়ো নিয়োগ পত্র নিয়ে সে বাসুদেবপুরে আসে। এই নবকুমার হরিপালের পাঁচগাছিয়ার বাসিন্দা। তাকে ধরে আরামবাগ আদালতে পাঠানো হলে পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়।।জানা যায় এই নবকুমার শাসক দলের নেতা কর্মীদের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর এরই সুত্র ধরে সে গ্রামের লোকজনের সাথে যোগাযোগ শুরু করে।। তার দাবি ৫ লাখ টাকার আর তার বিনিময়ে নিয়োগপত্র দেওয়া হবে হাতে হাতে।।। এই বলে সে বলে চাকরি প্রার্থী কিছু যুবকের নিয়োগপত্র তার কাছে আছে।।। চুক্তি অনুযায়ী টাকা দিলেই নিয়োগপত্র দেওয়া হবে।। চাকরি প্রার্থী পক্ষে একজন জানান যে চাকরি প্রার্থীদের সামনেই সে নেতা, মন্ত্রী, বিধায়কদের সাথে ফোনে কথা বলছিলো।।। ওকে বিশ্বাস করে তার চাহিদা পূরণে রাজী হয়ে যায় বেকার যুবকরা।।। তারা টাকা দিয়ে নিয়োগপত্র নেয়।। কিছু দিন পর তারা খোঁজ খবর নিয়ে দেখে সবটা, হরিপালের
Related Articles
গ্রামীণ মন্দা বেআব্রু ।
সূপর্ণা রায়: চিন্তন নিউজ: ৩০শে অক্টোবর:–গ্রামীণ মন্দা বেআব্রু _উৎসবের শেষে আরামবাগ হ্যাচারি বন্ধ হয়ে গেল আর বেকার হয়ে পড়ল ২০০ জন শ্রমিক যারা এই হ্যাচারিতে কাজ করত। সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন হ্যাচারির গেটে ক্লোজার নোটিশ ঝুলছে। যে কারখানা গমগম করত শ্রমিকদের কর্মব্যস্ততায় সেখানে এখন শ্মশানের নিস্তব্ধতা । এই ঘটনাটাতে শুধু শ্রমিক […]
দেশ বেচার কারিগর প্রধানমন্ত্রীর দেশবিরোধী জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বাম কংগ্রেসের মিলিত প্রতিরোধ।।
চৈতালি নন্দী: চিন্তন নিউজ:৪ঠা জুলাই:- কেন্দ্রীয় ট্রেডইউনিয়ন গুলির (তৃনমূল ,বিজেপি বাদে) ডাকে গতকাল সন্ধ্যায় চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটি গুলির উদ্যোগে লক্ষীগঞ্জ বাজারে ছিল প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি। লকডাউনের সুযোগে পেট্রোল ও ডিজেলের অবাধে মূল্যবৃদ্ধি, (যেখানে খোলাবাজারে তেলের দাম বিশ্বজুড়ে কমছে) রান্নার গ্যাসকে দেওয়া হয়েছে ইচ্ছেমতো দাম বাড়ানোর ছাড়পত্র, রেল,খনি বীমার বেসরকারি করন, কর্পোরেট স্বার্থে […]
পূর্ব রেলের সদর দপ্তরে স্ট্যান্ড রোডের কয়লা ঘাটা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন
সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৮ই মার্চ:– ভয়াবহ ভয়ংকর বিপদের ঘটনা ঘটেছে পূর্ব রেলের সদর দপ্তরে।। সন্ধ্যা ছয় টা দশে আগুন লাগে স্ট্যান্ড রোডের কয়লা ঘাটা বিল্ডিং এ।। এই বিধ্বংসী আগুন এ অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে খবরে প্রকাশ।। অসুস্থ হয়ে পড়েন দশ জন দমকলকর্মী।। গুরুত্বপূর্ণ এই ঘটনা ঘটলেও এই বিভাগে বিদায়ী মন্ত্রী ও পুলিশ অনেক […]