রাজ্য

চাকরি দেওয়ার নাম করে টাকা খেয়ে আবার‌ও ভূয়ো নিয়োগপত্র দিয়ে প্রতারণা।


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২৯শে সেপ্টেম্বর:–চাকরির নামে প্রতারণা আরামবাগে —–ধৃত প্রতারক——–। সরকারি চাকরি পাইয়ে দেবেন এই আশা দিয়ে জনগণের কাছ থেকে ৫ লাখ টাকার দাবী করেন হুগলি জেলার আরামবাগের বাসুদেবপুরের এক যুবক—–নাম নবকুমার মান্না।।। বৃহস্পতিবার দুপুরে ভুয়ো নিয়োগ পত্র নিয়ে সে বাসুদেবপুরে আসে। এই নবকুমার হরিপালের পাঁচগাছিয়ার বাসিন্দা। তাকে ধরে আরামবাগ আদালতে পাঠানো হলে পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়।।জানা যায় এই নবকুমার শাসক দলের নেতা কর্মীদের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর এরই সুত্র ধরে সে গ্রামের লোকজনের সাথে যোগাযোগ শুরু করে।। তার দাবি ৫ লাখ টাকার আর তার বিনিময়ে নিয়োগপত্র দেওয়া হবে হাতে হাতে।।। এই বলে সে বলে চাকরি প্রার্থী কিছু যুবকের নিয়োগপত্র তার কাছে আছে।।। চুক্তি অনুযায়ী টাকা দিলেই নিয়োগপত্র দেওয়া হবে।। চাকরি প্রার্থী পক্ষে একজন জানান যে চাকরি প্রার্থীদের সামনেই সে নেতা, মন্ত্রী, বিধায়কদের সাথে ফোনে কথা বলছিলো।।। ওকে বিশ্বাস করে তার চাহিদা পূরণে রাজী হয়ে যায় বেকার যুবকরা।।। তারা টাকা দিয়ে নিয়োগপত্র নেয়।। কিছু দিন পর তারা খোঁজ খবর নিয়ে দেখে সবটা, হরিপালের


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।