জেলা

যন্ত্রণার নদীতে মিশেছে চোখের জল


মিতা ঘোষ: চিন্তন নিউজ:৫ই অক্টোবর:– গঙ্গার ভাঙনে মালদা ও মুর্শিদাবাদের মানুষের জ্বলন্ত সমস্যা। ৬৭টি মৌজার হাজার হাজার হেক্টর জমি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে। প্রায় সাড়ে আটলক্ষ মানুষ সর্বহারা। কেন্দ্র ও রাজ্যসরকারের কাছে পূণর্বাসনের দাবি জানিয়ে কোনো লাভ হয়নি। এই নিয়ে মালদা জেলা বামফ্রন্ট আগামী ৭ অক্টোবর বিক্ষোভ -কর্মসূচি গ্রহন করেছে। মোট ৯দফা দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়। মূলত: গৃহহীন মানুষদের পূণর্বাসন ,কাজ খাদ্য ও নগদ অর্থ দিয়ে দায়িত্ব গ্রহন করা, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করা ইত্যাদি।

উল্লেখ্য, প্রচুর অনাবাদি জমি পড়ে রয়েছে এই রাজ্যে। সেই জমিগুলো বাসযোগ্য করে পূণর্বাসনের দাবি জানিয়ে আসছে বামফ্রন্ট।

DYFI মালদা জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষদের সংগে দেখা করেন এবং তাদের পূনর্বাসনের লড়াইয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

গতকাল সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, মালদা জেলা কমিটির প্রতিনিধি দল বানভাসি দুর্দশা গ্রস্ত মানুষের লড়াইয়ের পাশে থাকার অঙ্গীকার করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।