রাজ্য

লোকালয়ে হাতির দল,ক্ষতিগ্রস্ত ধানজমি


অমর সাউ: চিন্তন নিউজ:৩রা অক্টোবর:– গতকাল ছয়টি শাবক সহ ২৫ টি হাতির দল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বাঁকুড়া জেলায় প্রবেশ করেছে। সন্ধ্যে সাতটা নাগাদ হাতির দলটি বিষ্ণুপুর ব্লকের গোপালপুর মৌজার অন্তর্গত মাধবপুর, গোঁসাইপুর, বসানীপাড়া সহ বিভিন্ন গ্রামের উত্তম ঘোষ, মুরলিমোহন ঘোষ, সুকুমার রায় সহ আরো কিছু চাষির ধানজমির প্রচুর ক্ষতি করেছে, এছাড়াও অনেক মাচা সব্জি নষ্ট করেছে হাতির দলটি।

হাতি তাড়ানোর হুলাপার্টি দলের সদস্য নূর ইসলাম মন্ডলের বক্তব্য অনুযায়ী জানা যায় দারকেশ্বর নদে জলের স্রোত বেশি থাকার কারণে শাবক সহ দলটি নদী পেরোতে পারেনি তাই গ্রামগুলোতে দাপিয়ে বেরিয়েছে। আজ সকাল ৬ টা নাগাদ দলটি জয়পুর জঙ্গল সংলগ্ন কোষীরবাগানের ঘন জঙ্গলে আশ্রয় নেয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।