জেলা রাজ্য

শিক্ষা ও খাদ্যসামগ্রী সম্বলিত ‘তপোজা স্মৃতি কিটস’ প্রদান


নমিতা দাস: চিন্তন নিউজ:১১ই জুন:– অধ্যাপক অপূর্বমোহন মুখোপাধ্যায় এবং মাধুরী মুখোপাধ্যায়ের কন্যা তপোজার আজ জন্মদিন। বাগবাজারের সিস্টার নিবেদিতা বালিকা বিদ্যালয়ে পাঠরতা ফুটফুটে প্রাণচঞ্চল একটি মেয়ে তপোজা হঠাৎই আক্রান্ত হয় দুরারোগ্য ক্যান্সারে। মস্তিষ্কে ক্যান্সার নিয়ে ২০০৭ সালে পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নেয়। তার মা বাবা চান মেয়ের চোখ দুটি দিয়ে অন্য কেউ দেখুক পৃথিবীর আলো, সেইমতো আর জি কর মেডিকেল কলেজে দান করা হয় চক্ষু দুটো।

আজ মেয়ের জন্মদিনে তপোজার মা বাবার ইচ্ছানুযায়ী এস এফ আই-ডি ওয়াই এফ আই-সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বেলগাছিয়া আঞ্চলিক কমিটি শিক্ষা ও খাদ্যসামগ্রী সম্বলিত ‘তপোজা স্মৃতি কিট’ প্রদান করে অঞ্চলের ১০৬ টি গরীব বাচ্চাকে। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মাননীয় বিকাশরঞ্জন ভট্টাচার্য্য, মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ, কলকাতা জেলার সম্পাদিকা দীপু দাস, সভানেত্রী সমিতা হরচৌধুরী, যুব সভাপতি কলতান দাশগুপ্ত সহ যুব নেতা বিকাশ ঝা প্রমুখ, ছাত্র জেলা সভাপতি অর্জুন রায় সহ অন্যান্যরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।