তপালগ্না চক্রবর্তী:চিন্তন নিউজ:২৮শে এপ্রিল:– হাওড়ার টিকিয়াপাড়ায় যেখানে কনটেইনমেন্ট জোন ঘোষনা করা হয়, সেখানে গলি ,বাজার যত্রতত্র স্থানীয় মানুষের জমায়েত দেখা যায়। পুলিশ সেই জমায়েত ভাঙতে গেলে পুলিশ-জনতা খন্ডযুদ্ধ বাঁধে। এবং এলাকার বহুতল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। এরপর এলাকায় শান্তি ফেরাতে র্যাফ নামানো হয়েছে।
বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন, পুরো ঘটনা ঘটেছে প্রশাসনিক শৈথিল্যে । অপরদিকেতৃণমূল নেতা রাজীব ব্যানার্জি বলেন, স্থানীয় কয়েকজন যুবকের মদতে এই ঘটনা ঘটে। এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। এই পরিস্থিতিতেও ঘটনা নিয়ে রাজ্য ও কেন্দ্রের ক্ষমতাসীন দলের নেতৃত্বের বাকযুদ্ধ চলছেই
ঘটনা যায় হোক, হাওড়া টিকিয়া পাড়া বেলিলিয়াস রোডের ঘটনায় একজন পুলিশ আহত হয়েছে।বাংলার পুলিশ প্রশাসন যেখানে সুরক্ষিত নেই সেখানে বাংলার জনগন কীভাবে সুরক্ষিত আছে? এই প্রশ্ন সাধারণ রাজ্যবাসীর।