রাজ্য

সুন্দরবনের কালাচ হুগলিতে আতঙ্ক ছড়ালো।


  • কল্পনা গুপ্ত:চিন্তন নিউজ:১৯শে নভেম্বর:– ম্দ্রুত ও অতি নগরায়নের ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। স্বাভাবিক উদ্ভিদ লুপ্ত হচ্ছে আর বাসস্থান হারাচ্ছে বিভিন্ন প্রাণ,পাখি , সরীসৃপ। সম্প্রতি হুগলিতে সুন্দরবনের ভয়ংকর কালাচ সাপের উপদ্রব শুরু হয়েছে। পোলবা অঞ্চলে এই সাপের উপদ্রব বেশি দেখা যাচ্ছে।
  • কালাচ সাপের দংশন সমন্ধে কিছু বিষয় জেনে রাখা দরকার। যেমন- কালাচ মানুষের দেহনিসৃত ঘামের গন্ধ খুব পছন্দ করে ও বিছানায় উঠে পড়ে সেই গন্ধে নেশাতুর হয়ে পড়ে। ঘুমন্ত মানুষটির হাত পা তার গায়ে লাগলেই কামড়ে পালিয়ে যায়। কামড়ের পরে সেই ব্যক্তির শরীরে কোন দংশনের চিহ্ন থাকে না। কারণ কালাচের দাঁত খুব সরু। এছাড়াও অন্যান্য উপসর্গেও সর্প দংশনের উপসর্গের সাথে কোন মিল থাকে না। কালাচ দংশনের উপসর্গগুলি হলো-
  • ১. ঝিমিয়ে পড়া।
  • ২. চোখের পাতা পড়ে যাওয়া।
  • ৩. পেটে ব্যথা ও কথা জড়িয়ে আসা।
  • ৪. লালা ঝরা।
  • ৫. বুকের পাঁজরে খুব ব্যথা অনুভব ও শ্বাস নিতে না পেরে রোগী মৃত্যু।
  • পরিবেশে শাখামুটি সাপ কমে যাওয়ায় বেড়েছে কালাচ। শাঁখা মুটি সাপের প্রিয় খাদ্য কালাচ সাপ। স্যাঁতসেঁতে জলজ জায়গায় এরা থাকে ও সুযোগ পেলেই মানুষের ঘরে ঢুকে পড়ে। কালাচ কামড়ালে তৎক্ষনাৎ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানে সাপে কামড়ানো প্রতিষেধক ইনজেকশন এর ব্যবস্থা আছে ।
  • বনদপ্তরে খবর দিলে তারা সাপ উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু সমস্যা একটাই এই সাপ কামড়ালে উপসর্গ বোঝা কঠিন বলে দ্রুত চিকিৎসা অনেক সময়ই সম্ভব হয় না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।