তুলসী কুমার সিনহা: চিন্তন নিউজ:১৯শে নভেম্বর:-পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরন ,নিদিষ্ট বেতনক্রমের দাবিতে পার্শ্বশিক্ষকদের একটি সংগঠন টানা আট দিন ধরে আন্দোলন করে চলছে। সরকারের থেকে কোনোরকম আশ্বাস না পেয়ে তারা গত তিন দিন থেকে আমরন অনশনে বসেছেন।।
এই পার্শ্বশিক্ষকদের সংগঠন অনির্দিষ্টকালের জন্য ধর্ণা ও অনশন কর্মসূচী গ্রহণ করেছে। আজ ধর্ণা মঞ্চ থেকে আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য নতুন ধরনের কর্মসূচি ঘোষণা করলেন সংগঠনের নেতারা। তারা রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ঘোষণা করলেন যে সরকার আমাদের দাবি মেনে না নিলে পার্শ্বশিক্ষকরা দেহ দান করতে পিছপা হবে না।
পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ জানান যে তাদের তিন জন সদস্য অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।আপাতত তাদের অবস্থা স্থিতিশীল।হাসপাতালসূত্রের খবর ঐ তিন জন শিক্ষক সরকারের চিকিৎসা নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন।তাদের বক্তব্য রাজ্য সরকার যেভাবে আমাদের দাবীকে উপেক্ষা করে চলছেন তাতে তাদের মৃত্যু ছাড়া অন্য কোন পথ নেই।স্বাভাবিকভাবেই তারা মৃত্যুর পর দেহদান করতে মনস্থির করেছেন।