সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৮ই মে:– করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল অবস্থা ভারতবর্ষের। প্রথম করোনা ভাইরাস সংক্রমণের কারণে বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল। কিন্তু এই দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে ০ থেকে ১০ বছরের বাচ্চারা। মহারাষ্ট্রে ৪৫ হাজার আক্রান্ত হয়েছে তার মধ্যে বাচ্চারা আক্রান্ত হয়েছে অন্তত ৯৩০ জন।।
গবেষকরা জানিয়েছেন যে করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় যে ঢেউ আসতে চলছে তাতে সবচেয়ে বেশি আক্রান্ত হবে কমবয়সী শিশুরা। বিশেষজ্ঞ মহল জানিয়েছেন যে শিশুদের প্রটোকল মেনে টিকাকরন হচ্ছে না, তেমন কোন ওষুধ আবিষ্কার হয়নি— তাই গবেষকরা জানিয়েছেন শিশুদের আগেভাগেই প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর জোর দিতে হবে।। বাড়ীতে কারও সংক্রমণ থাকলে তাদের থেকে শিশুদের দূরে রাখতে হবে।।
চিকিৎসকদের মতে বাচ্চাদের আগে থেকেই ক্যালসিয়াম ও ভিটামিন খাওয়াতে হবে যাতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। শিশুদের ঠান্ডা লাগা ও পেটের সমস্যা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। তেলেভাজা ও ঠান্ডা কোন জিনিস খাওয়ার উপর নজর রাখতে হবে যাতে বাচ্চা রা এগুলো না খায়। বাচ্চাদের সর্দিকাশি,ডায়রিয়া, ইত্যাদি হলে তৎক্ষণাৎ চিকিৎসক এর পরামর্শ নিতে হবে। বাইরে থেকে কেউ এসেই যেন বাচ্চাদের কোলে নেওয়া বা আদর করার উপর নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। কোন অনুষ্ঠান বাড়ীতে বা বাজারে নিয়ে যাওয়া একদম উচিৎ নয়। বাড়ীতেও মাসিক পরা উচিৎ বলে বিশেষজ্ঞ মহল জানিয়েছেন।অন্য শিশুদের সঙ্গে না মিশতে দিয়ে তার থেকে বাচ্চাদের বাড়ীতেই চাঙ্গা রাখতে হবে।।