রাজ্য

কাঁটাতার কেটে গরু পাচারের ভিডিও স্যোশাল মিডিয়ার ভাইরাল হ‌ওয়াকে কেন্দ্র করে উত্তেজনা


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:১৩ই নভেম্বর:- ভারত-বাংলাদেশের সীমান্তের কাটা তার কেটে ভারত থেকে গরু নিয়ে চম্পট দিল বাংলাদেশের দুষ্কৃতীরা বলে অভিযোগ। স্থানীয়রা গরু ফিরিয়ে দেওয়ার দাবি তুলে চিৎকার করছেন এরকম একটি ভিডিও স্যোশাল মিডিয়ার বৃহস্পতিবার ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ব্লকের সন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পীড়গঞ্জ গ্রামে। বিএসএফ এর প্রাথমিক অনুমান এখানকার ভিডিও নয়।

গ্রামবাসীদের একাংশের দাবি, ভাইরাল হওয়া ভিডিয়োটি স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৮০/১১ নম্বর বুথের বুধবারের ঘটনা। সেখানে ১৯৫ নম্বর বিএসএফ এর ব্যাটেলিয়ন রয়েছেন। সীমান্তের ৬ ও ৭ নম্বর গেটের মাঝামাঝি জায়গায় সীমান্তের তার কাটা হয় বলে অভিযোগ। সেখান দিয়ে ভারতের জমিতে এসে তিনটে গরু নিয়ে বাংলাদেশে চলে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ গ্রামবাসীর। পরে গ্রামবাসীরা চিৎকার চেচামেচি ও সীমান্তে সামনে গ্রামবাসীরা জটলা শুরু করে। এরপর চাপে পরে চুরি করা তিনটি গরু বাংলাদেশের দুষ্কৃতীরা ফিরিয়ে দেয় বলে দাবি গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দা সামরুক হক বলেন,” ভাইরাল ভিডিয়ো দেখে আমরা হতবাক। যেভাবে সীমান্তের তার কেটে গরু নিয়ে পাঠিয়েছে এটা কিভাবে সম্ভব। বিএফএস ২৪ ঘণ্টা পাহারা দেওয়ার পরেও এমন ঘটনা কিভাবে হল। তবে ভিডিও দেখার পরে আতঙ্কে আছি।” উত্তরবঙ্গের বিএসএফ এর আইজি রবি গাঁধী বলেন,”সোশ্যাল মিডিয়ায় সীমান্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও আমরা পেয়ে যাচাই করেছি।” তিনি জানিয়েছেন, এরকম কোন অভিযোগ আসেনি। ভিডিওটি আমাদের এখানকার নয়, এমনটাই সাফাই দিয়েছেন তিনি।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।