রাজ্য

ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন তৃণমুল নেতা ও পুলিশের সাব ইন্সপেক্টর


মীরা দাস, চিন্তন নিউজ, ১৮ জুন: ব্যাঙ্ক ডাকাতির কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হলে পুলিশের সাব ইন্সপেক্টর ও তৃণমুল নেতা। ধৃত পুলিশ কর্মী অনুপ পাল চাকদহ ব্লকের তাতলা ১নং গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাই।
গতবছর আগষ্ট মাসে একটি সমবায় ব্যাঙ্কে ডাকাতি হয় এবং তাতে এস আই অনুপ পাল তদন্তকারী অফিসার ছিলেন। অভিযোগ ৫ ই জুন তৃনমুল নেতা শুভাশিস দে’র মাধ্যমে সমবায় ব্যাঙ্কের কর্মী বিশ্বজিতের কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করে এস. আই. অনুপ পাল।অভিযোগ টাকা না দিলে বিশ্বজিৎ বাবুকে ব্যাঙ্ক ডাকাতি কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
এর পরই বিশ্বজিত বাবু তার আইনজীবীর পরামর্শে দুর্নীতি দমন শাখায় অভিযোগ দায়ের করেন। তারপর শুক্রবার এই তৃণমুল নেতার বাড়ীতে ৩ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় এস.আই. অনুপ পাল ও তৃণমুল নেতা শুভাশিস দে কে হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখার অফিসারেরা এবং শুক্রবার রাতেই ধৃত দুই জনকে কলকাতা নিয়ে যাওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।