জেলা রাজ্য

ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ধর্মঘটে সামিল ছাত্র, যুব মহিলা থেকে শিক্ষক সংগঠন ।


মধুমিতা রায়: চিন্তন নিউজ:৪ঠা এপ্রিল:- সারা দেশে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার কয়লাখনি সহ রাস্ট্রায়ত্ত কারখানার বেসরকারীকরনের পথে নেমে শ্রমিকদের জীবন দূর্বীসহ করে তুলতে চাইছে। তার প্রতিবাদে ট্রেড ইউনিয়ন গুলির সঙ্গে ছাত্র, যুব মহিলা থেকে শিক্ষক সংগঠন এবিপিটিএ , এবিটিএ বার্নপুর বাসস্ট্যান্ড থেকে ত্রিবেনী মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন । অসংখ্য মানুষের উপস্থিতি প্রমাণ দেয় মানুষ প্রস্তুত আজ আগামী লড়াইয়ের। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দীপায়ন রায়, কমঃ অরবিন্দ ঘোষ, পার্থ সেনগুপ্ত , মহিলা নেত্রী শিল্পী চক্রবর্তী, তৃপ্তি আইচ, এবিপিটিএ র তুষার গোস্বামী, সভাপতি সুনির্মল মুখোপাধ্যায় , সম্পাদিকা মধুমিতা রায় সহ সার্কেল নেতৃত্ব মীনা লাহিড়ী, তাপ্তি বিশ্বাস, দিব‍্যেন্দু চ‍্যাটার্জী সহ অন্যান্যরা। ছাত্র, যুব সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে আজকের কর্মসূচি সাফল্য মন্ডিত করেন।

জামুরিয়া থেকে জয়া দত্ত জানান, যাদু ডাঙ্গাতে পেট্রোল ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা। ব্যাপক মানুষের অংশগ্রহণ ছিল এই মিছিলের বৈশিষ্ট্য। তরুণদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।