মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:৩০শে মে;- আজ এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির উদগ্রে শিলিগুড়ি ৪১ নং ওয়াডের জৌতি নগর ও আই টি আই রোডে এবং দূরগা নগর এলাকায় ভবোতোস মন্ডল ও বিমলা রায় উভয়ে পেশায় চা বিক্রেতা লকডাউনে অসহায় অবস্থায় দিন কাটছিলো তাদের । এই সময় এগিয়ে এলো এস এফ আই। ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান আজ সকালে ফোনের মাধ্যমে তারা জানতে পারেন তিনটি বাড়িতে খাবারের সমস্যা রয়েছে। সেই কথা শোনা মাত্র এগিয়ে এসে এসএফআই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
গোপাল পাল জানান লকডাউনের ফলে পরিবার গুলি খুব অসহায় অবস্থা মধ্যে দিয়ে তাদের দিন কাটছে। এসএফআই এই পরিবার গুলিকে আজ চাল, ডাল, আলু, সোয়াবিন, সবজি সহ অন্য অন্য খাদ্য সামগ্রী তুলে দেন। গোপাল পাল জানান আগামী দিনেও এই ভাবেই সকল অসহায় পরিবারের পাশে থাকবেন বলে জানান।
