জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর ;


চিন্তন নিউজ;সংবাদদাতা সোনালী দত্ত দাঁ;২২ এপ্রিল:–
“অনেক ঝড়েও শক্ত যারা
কাঁধ মিলিয়ে লড়ছে হেসে
সবাই মিলে লড়ছে দেখ
অসংখ্যবার হারের শেষে “
আজ মহান লেনিনের জন্মদিন আর সেইসঙ্গে “রেড ভলান্টীয়ার্স ডে “। সেই ভয়াবহ অতিমারীর সময় যখন প্রশাসন তার জনগণের উপর দায়বদ্ধতা ভুলে গিয়েছিল তখন কিছু তরতাজা মুখ মানুষের সেবায় সেই ভয়াবহ অতিমারীর সময় সমস্ত ঝুঁকিকে উপেক্ষা করে “করোনা যুদ্ধে আমরা জিতব “এই অঙ্গীকারকে সামনে রেখে কিছু সহৃদয় মানুষের সহযোগিতায় মানুষের কাছে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়েছিল।

সারা রাজ‍্যের সঙ্গে কালনা শহর “রেড ভলান্টীয়ার্স “এর উদ‍্যোগে কালনা মহকুমা হাসপাতাল ও বীক্ষণ ডায়াগনস্টিক সেন্টারের যৌথ সহযোগিতায় কালনা সত‍্যময় সাধারণ পাঠাগারে কালনা শহরের দুঃস্থ মানুষদের সাহায্যার্থে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা,সুগার পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় মহান লেনিনের প্রতিকৃতি এবং সেইসঙ্গে কালনা রেড ভলান্টীয়ার্সের মূল উদ্যোক্তা সর্বজনশ্রদ্ধেয় প্রয়াত ডাক্তার গৌরাঙ্গ গোস্বামীর প্রতিকৃতিতে মাল‍্যদান করা হয়।
দুই শতাধিক মানুষের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হয়।অনুষ্ঠানে গরীব শ্রমজীবী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।