জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- তিলক ঘোষঃ-সারা ভারত ক্ষেতমজুর আর ইউনিয়ন এর পক্ষ থেকে হুগলি জেলার কামারপুকুর এ বিভিন্ন দাবীতে এক মিছিল অনুষ্ঠিত হয়। দাবী গুলি হলো– রেগা প্রকল্পে দুশো দিনের কাজ পাওয়ার গ্যারান্টি দিতে হবে– এই প্রকল্পে প্রতিদিন ক্ষেতমজুর রা রাতে ছ’ শো টাকা পান তা সুনিশ্চিত করতে হবে–আকাশছোঁয়া মুল্যবৃদ্ধি রোধ করতে হবে–অবিলম্বে পেট্রোল জাত দ্রব্যের মূল্য কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে—রাজ্যে নারীনির্যাতন ও নারীর সন্মান রক্ষার ব্যাবস্থা করতে হবে–রাজ্যে সর্বোস্থরের দূর্নীতি , অনিয়ম রোধে ব্যাবস্থা করতে হবে–পশ্চিমবাংলার আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙ্গে পড়েছে অবিলম্বে সুরক্ষার ব্যাবস্থা করতে হবে।

জয়দেব ঘোষঃ- নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হুগলী জেলা শাখার উদ্যোগে এসএসসিতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে, এসএসসিতে দুর্নীতির সাথে যুক্ত দের কঠোর শাস্তির দাবিতে,স্বচ্ছভাবে এসএসসির মাধ্যমে শূন্যপদ পূরণের দাবিতে ও লাগাতার ছাত্রীসহ নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে আজ ২১শে এপ্রিল’২২ বিকেল চারটে তিরিশে চন্দননগর স্টেশন থেকে বিদ্যালঙ্কার পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।