চিন্তন নিউজ, ২৬ অক্টোবর, ২০২১ – আজ জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা, মিছিল প্রতিবাদ সংগঠিত হয়েছে সি পি আই ( এম) এর সদস্য- সদস্যা ও সমর্থকদের সম্মিলিত পদক্ষেপে।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আন্দোলনরত নীরিহ কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে প্রথমে গুলি ও পরে গাড়ি দিয়ে পিষে ছয় জন কৃষক কে হত্যা করে। কেন্দ্রীয় মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা ও দোষী ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়া এবং সাম্প্রতিক মৌলবাদী শক্তির তৎপরতা রুখতে, সর্বত্র শান্তি, সম্প্রীতি রক্ষা করতে আজ গলসীর খানাজংশন বাজারে প্রতিবাদ সংগঠিত হয়। সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুকুমার দাস, পুস্প দে, সেখ জিকরিয়া, শিশির কেশ। সভাপতিত্ব করেন নারুগোপাল যশ।
ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বর্ধমান শহর ১ ও ২ নং এরিয়া কমিটির উদ্যোগে ধর্মীয় মৌলবাদ নিপাত যাক, শান্তি-সম্প্রীতি- ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ন রাখতে, কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন ও শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিল করতে হবে, পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ বর্ধমান শহরের পার্বতী শাখার মাঠ থেকে বড় নীলপুর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও এরিয়া নেতৃত্ব সহ কর্মীবৃন্দ।
আজ বিকালে মন্তেশ্বর থানার অন্তর্গত কুসুমগ্রাম বাজারে বাংলাদেশ ও ত্রিপুরায় সাম্প্রদায়িক আক্রমণের বিরুদ্ধে এবং কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে মিছিল সংগঠিত হয় এবং মিছিল শেষে কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে পথসভাও করা হয় ।এই সভায় সভাপতিত্ব করেন হামিদ সেখ ।এছাড়াও বক্তব্য রাখেন ওসমান গনি সরকার, ধর্মদাস চন্দ্র ও ধনঞ্জয় সামন্ত।
আজ খণ্ডঘোষ ২ এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন জগবন্ধু হাজরা পল্লী, শেখ শাহজাহান ফাল্গুনী ভট্টাচার্য্য, সুশান্ত বাগ মঞ্চে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়, পার্টির পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কমরেড জয়নাল হক। মির্জা সম্মেলন উদ্বোধন করেন পার্টি রাজ্য কমিটির সদস্য সৈয়দ হোসেন।অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন রাজ্য কমিটির অন্যতম সদস্য অমল হালদার। সম্পাদক নির্বাচিত হয়েছেন জিয়াউল হক মিদ্যা। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জী, জেলা কমিটির সদস্য দেশবন্ধু হাজরা।
সংযুক্ত কৃষক মোর্চার ডাকে কৃষি ও কৃষক বিরোধী তিনটি কালা কৃষি আইন বাতিল এর দাবিতে এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশের সাথে সাতগেছিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও সভা সংগঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কৃষক সভার সভাপতি শান্তি ব্যানার্জ্জী, ব্লক কৃষক সভার সম্পাদক তাপস বসু, সিটু নেতৃত্ব সুদের ঘোষ, ব্লক কৃষক সভার সদস্য জুলহাস মন্ডল। সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন তাপস চট্টোপাধ্যায়, কৃষক নেতৃত্ব অশেষ কোনার সহ এলাকার নেতৃত্ব, কর্মী, সমর্থকগণ।