জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:সুদীপ্ত সরকারঃ-শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে আজ জাঙ্গীপাড়া বিধানসভার রাধাণগর অঞ্চলের হিজুলী দোলতলা থেকে সকাল ১০টায় শুরু করে ২২টি বুথ অতিক্রম করে বেলা ১টায় রসপুর হাওড়া ব্রীজে শেষ হয়।
দ্বিতীয় পর্যায়ে আঁটপুর অঞ্চলের মিত্রবাটির প্রয়াত কমরেড অজিত মিত্রের বাসভবনে প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রচার অভিযান শুরু হয়।
২৩টি বুথ অতিক্রম করে আঁটপুর ষ্টেশন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী দীপ্সিতা ধর, সুদীপ্ত সরকার, পলাশ কোঙার। সভাপতিত্ব করেন কাশীনাথ হাজরা।

সুব্রত দাশগুপ্তঃ-কেশোরাম রেয়ন ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ইউনিয়নের (CITU) উদ‍্যোগে প্রয়াত শ্রদ্ধেয় কমরেড প্রবীর সেনগুপ্ত স্মরণে আজ (02/04/2024 )রেয়ন সিআইটিইউ অফিসে প্রতি বছরের ন‍্যায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব‍্যের মধ‍্য দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন সিপিআইএম রাজ‍্য সম্পাদকমন্ডলীর অন‍্যতম সদস‍্য এবং সিপিআইএম হুগলী জেলার সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ ; বক্তব‍্য রাখেন সিআইটিইউ রাজ‍‍্যসম্পাদকমন্ডলীর অন‍্যতম সদস‍্য এবং ইউনিয়নের সভাপতি শ্রদ্ধেয় কমরেড মলয় সরকার , সিপিআই এম রাজ‍্য কমিটির অন‍্যতম সদস‍্য শ্রমিকনেতা এবং হুগলী লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড মনোদীপ ঘোষ, কমরেড রামকৃষ্ণ রায়চৌধুরী, কমরেড সৈকত সোঁ ; সিআইটিইউ রাজ‍্য ওয়ার্কিং কমিটির অন‍্যতম সদস‍্য এবং সিআইটিইউ হুগলী জেলার সাধারণ সম্পাদক কমরেড তীর্থঙ্কর রায়। উপস্থিত ছিলেন কমরেড তরুণ ঘোষ, কমরেড অনির্বান সরকার ,কমরেড বাবলু ঘোষ,কমরেড পরিতোষ ঘোষ, কমরেড শিবানী দাসগুপ্ত, কমরেড সার্বিক ঘোষ, কমরেড অতনু ব‍্যানার্জী, কমরেড বিজয় পান্ডে, কমরেড সুব্রত দাসগুপ্ত, কমরেড শৈলেন বিশ্বাস,কমরেড প্রভাত মালিক ,কমরেড সুকন্ঠ সিকদার, বিপ্লব চক্রবর্তী কমরেড কুমুদ মালো সহ অন‍্যান‍্য নেতৃত্ব । এলাকার সাধারণ মানষের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। “১১৮ জন পুরুষ “এবং “০৮ মহিলা “সহ মোট ১২৬ রক্তদাতা রক্তদান করেন । আজকের রক্তদান শিবিরে উপস্থিত রক্তদাতা সহ সকলকে ইউনিয়নের পক্ষ থেকে জানাই লাল সেলাম।

সোমনাথ ঘোষঃ-চন্ডীতলা১,চন্ডীতলা২ ও ডানকুনি আঞ্চলিক কমিটি র যৌথ ভাবে মহিলা কর্মীসভা ও মিছিল ।১০৪ জন মহিলা উপস্থিত ছিলেন ।

ভাস্কর রায়ঃ-গোঘাট দুই নম্বর এরিয়া কমিটির কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে দেয়াল লিখন চলছে

দিল্লির কৃষক আন্দোলনে অংশ নিয়েছিল আজকে আমাদের আরামবাগের প্রার্থী ভাই বিপ্লব।

আজ ২।৪।২৪ তারিখে গোঘাট দুই নম্বর এরিয়া কমিটির উদ্যোগে কামারপুকুর চটির পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে বি ডি ও মোড় , কামারপুকুর বাংলো গড়া হয়ে কামারপুকুর চটিতে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সত্যসাধন ঘোষ,দেবু চ্যাটার্জি,অভয় ঘোষ, অরুণ পাত্র সভায় সভাপতিত্ব করেন তিলক ঘোষ।

আজ ২।৪।২৪ তারিখে আরামবাগ লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব কুমার মৈত্রের সমর্থনে,গোঘাট এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে স্কোয়াড মিছিল পরিক্রমা করে এরিয়া অফিস থেকে রেজিস্ট্রি অফিস, থানা গড়া হয়ে বকুলতলায় পথসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহঃ ইয়াসিন, বক্তব্য রাখেন নব পাত্র,স্বপন মন্ডল, বৃন্দাবন মুখী,তারক সামন্ত। উপস্থিত ছিলেন ভাস্কর রায়,মুক্তা রায়, জাকির হোসেন, গুণধর মন্ডল, হারাধন হাজরা, ফুলমনি মূর্মূ, ময়না লোহার প্রমুখ।

গোঘাট দু’নম্বর এরিয়া কমিটির অধীন কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের রিয়া গ্রামে দেওয়াল লিখন চলছে।

রোহন ঘোষঃ–আজ হুগলি জেলার হোয়েড়া গ্রামে ২৫৪/২৫৫ বুথে দেওয়াল লিখন চলছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।