জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


;চিন্তন নিউজ; সংবাদদাতা সোনালী দত্ত দাঁ:- আসন্ন অষ্টাদশতম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সি.পি.আই.(এম) প্রার্থী অধ্যাপক ড: সুকৃতি ঘোষালের সমর্থনে বর্ধমান শহর ১নং এরিয়া কমিটির উদ্যোগে বর্ধমান শহরের
১০ ও ১১নং ওয়ার্ডে প্রার্থীসহ সুসজ্জিত এবং বিশাল পদযাত্রা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের চুরি, দূর্নীতি, সাম্প্রদায়িক উস্কানী দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা, দেশের সম্পদ নামমাত্র মূল্যে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ও সর্বোপরি বেকারের কর্মসংস্থানের দাবীতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওঠে মিছিল থেকে। মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সি.পি.আই.(এম) প্রার্থী নীরব খাঁ এর সমর্থনে মেমারী ১নং পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত দেউলিয়া, আলিপুর,সাদা, মহেশডাঙ্গা, কেন্দা পর্য্যন্ত এক বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে প্রচারের কাজ করলেন প্রার্থী নীরব খাঁ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।