জেলা

কলকাতার টুকিটাকি—-


কাকলি মৈত্র-চিন্তন নিউজ-৮ই সেপ্টেম্বর,২০২০:- নিরপেক্ষ নয়– মেহনতি মানুষের মুখপাত্র, শ্রমজীবি মানুষের লড়াইয়ের হাতিয়ার গণশক্তি পত্রিকা বোর্ডের শুভ সূচনা হল সিপিআই(এম) কলকাতা জেলা কমিটির দপ্তরের সামনে। উদ্বোধন করেন বিমান বসু। উপস্থিত ছিলেন পার্টি জেলা সম্পাদক কল্লোল মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণশক্তি পত্রিকার চাহিদা ক্রমবর্ধমান! আজকের প্যান্ডেমিক পরিস্থিতিতে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার ভূমিকায় অগ্ৰণী সৈনিক, কাউকে ভয় করে নয় বা হলুদ সাংবাদিকতা নয় , দায়বদ্ধতায় এগিয়ে ছিল আছে এবং থাকবে।

আজ বিশ্ব সাক্ষরতা দিবস।বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ৩৪তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে রাজ‍্য অফিসে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় ও শহীদ বেদিতে মাল‍্যদান করা হয়।

সংবাদদাতা—শৌভিক ব্যানার্জীর রিপোর্ট:- আজকের রাজ্য সরকারি কর্মচারীদের ৪ দফা দাবিতে রাজ্য কো – অর্ডিনেশন কমিটির ডাকে কোলকাতা নব মহাকরণ অঞ্চল কমিটির হাতে লেখা বিভিন্ন দাবি নিয়ে পোস্টার সহ বিক্ষোভ প্রদর্শন ও সভা হয় , উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুমিত ভট্টাচার্য্য ও অঞ্চল কমিটির সম্পাদক কমরেড আশিষ মিত্র।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।