দয়াময় বাউড়ি:চিন্তন নিউজ:১৪ই আগস্ট:- গতকাল বাঁকুড়া ১ নং ব্লকে ভিকুরডিহি গ্ৰামে পরিযায়ী শ্রমিকদের কাজ ও অন্যান্য দাবির নিয়ে ওয়েষ্ট বেঙ্গল মাইগ্ৰান্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে সভা করা হয়। সভায় ব্লকস্তর থেকে আগামী দিনে বৃহত্তর লড়াই এর জন্য প্রস্তুতি নেওয়া হয়। এই অঞ্চলের অধিকাংশ শ্রমিকই ভিন রাজ্যে পাউরুটি বেকারি কারখানায় হকারি কাজের সাথে যুক্ত আছেন। এখন কাজ না থাকার জন্য বাড়িতে যন্ত্রনা সাথে দিন কাটাচ্ছেন সকলে।
এই সভায় উপস্থিত ছিলেন মাইগ্ৰান্ট ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক উজ্জ্বল সরকার ও গন সংগঠনের নেতৃত্ব গণেশ দে, হাবিল খাঁন ও সামিউল খান প্রমুখ।