জেলা রাজ্য

হুমকির কাছে মাথা নত না করে কর্তব্যে অবিচল এস‌এফ‌আই


সরোজ দাস: চিন্তন নিউজ:৩০শে মে:- সংবিধান যেমন ব্যক্তিগত ধর্মাচরণে বাধা দিতে পারেনা এই অজুহাতে পয়লা জুন থেকে মন সন্তুষ্ট ও দেবদেবীদের পূজো পাওয়ার অছিলায় খুলে দেওয়া হচ্ছে ধর্মস্থান। কিন্তু সংবিধানে তো প্রত্যেক মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পাওয়ার অধিকারকেও স্বীকার করা হয়েছে। সেদিকে নজর নেই কেন কেন্দ্র ও রাজ্যের সরকারের??

ঘরের পথে হাঁটতে গিয়ে মৃত্যু মিছিল থামেনি, থামেনি স্বজনহারা পরিবারের আর্তনাদ। আমফানে সর্বহারা কৃষকদের বরাদ্দ মাথাপিছু ১৫০০ টাকা কিন্তু টিউবওয়েল প্রতি বরাদ্দ ৬০০০০। কর্মীদের ধরে রাখতে হবে তো! শূন্য হাতে ফিরে আসা পরিযায়ীদের কথা ভাবেনা কোনো সরকার।

লকডাউন এবং আমফান বিধ্বস্ত শহরতলির আনাচে কানাচে শ্রমিক বন্ধুদের ভরসা জোগায় এস এফ আই। হাওড়া জেলার এস এফ আইয়ের বালি ও বেলুড় ইউনিট চালিয়ে যাচ্ছে কমিউনিটি কিচেন। দিনদিন বাড়ছে খাবার নেওয়া পরিবারের সংখ্যা। প্রশাসনের চোখরাঙানি, হুমকির কাছে মাথা নত না করে কর্তব্যে অবিচল শিক্ষার্থী কমরেডরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।