রাজ্য

“গুজবে কান দেবেন না, সচেতন হোন,


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:২৪শে মার্চ:– রাজ্যে করোনা প্রতিরোধে, সরকারি নির্দেশে শুরু হয়েছে লক ডাউন। এই অবস্থায় মানুষকে নিজের ঘরে থাকতে অনুরোধ করে, পাশে থাকার আশ্বাস রামপুরহাট -১ এর ডিওয়াইএফ‌আই কর্মীদের।

ডিওয়াইএফ‌আই আপনার পাশে আছে'” – এই স্লোগান তুলে রামপুরহাটে ডিওয়াইএফ‌আই- এর উদ্যোগে খোলা হলো হেল্প ডেস্ক। রামপুরহাট ও সংলগ্ন এলাকার যেকোন মানুষ যেকোন সময় হেল্পডেস্কের ফোন নম্বরে ফোন করে সাহায্য চাইলে যুব কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের কোন সমস্যা বা হাসপাতালে নিয়ে যেতে সাহায্যের প্রয়োজন হলে এই হেল্প ডেক্সের নম্বরে ফোন করা যাবে যেকোন সময়।
নম্বর গুলি হলো 9232456799, 9093853295, 9609374703, 8001742888, 8637071130

“গুজবে কান দেবেন না, সচেতন হোন, ডিওয়াইএফ‌আই আপনার পাশে আছে'” – এই স্লোগান তুলে বীরভূম জেলা জুড়ে ডিওয়াইএফ‌আই এর উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছেন যুব কর্মীরা। হ্যান্ডবিল, রাস্তার মোড়ে মোড়ে হোর্ডিং, দেওয়াল লিখন করেছে যুব কর্মীরা। সচেতনতার প্রচারের সাথে সাথে গরিব বস্তিবাসী মানুষের বাড়ি গিয়ে তাদের হাতে হ্যান্ডবিল, সাবান, মাস্ক ও অন্যান্য সামগ্রী তুলে দিচ্ছেন যুব কর্মীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।