‘নিউজ ডেস্ক:চিন্তন নিঊজ:২৩শে মার্চ:– চলছে প্রচার নিরন্তর, পঃবঃ বিজ্ঞান মঞ্চের পক্ষে, রাজ্যব্যাপী। চলছে বিলি প্রচারপত্র। সঙ্গে থাকছে জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে না বের হবার আবেদনও। বলা হচ্ছে সাবান-জলে বারবার হাত ধোবার কথা, অযথা নাকে-চোখে-মুখে হাত না দেবার কথাও।জানালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে এসএন চ্যাটার্জি।
*(Now care for you
Please Stay Home, Stay Home & Stay Home.)
দুর্গাপুর থেকে শ্রীকান্ত চট্ট্যোপাধ্যায়ের রিপোর্ট- আজ সকালে ভিড়িঙ্গি ওল্ড কোর্ট বস্তীএলাকায় পশ্চিম বঙ্গ বিঞ্জান মঞ্চ ,বেনাচিতি চিপকো বিঞ্জান সভার কর্মীরা বাড়ী বাড়ী বিঞ্জান মঞ্চের প্রচার পত্র বিতরন করছেন,এছাড়া করোনা প্রতিরোধে সাধারণ মানুষের করনীয় কি তা ব্যাখ্যা করছেন।
আজ সকালে ভিড়িঙ্গি ওল্ড কোর্ট বস্তি এলাকায় পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ ,বেনাচিতি চিপকো বিজ্ঞান সভার কর্মীরা বাড়ি বাড়ি বিজ্ঞান মঞ্চের প্রচার পত্র বিতরন করছেন,এছাড়া করোনা প্রতিরোধে সাধারণ মানুষের করনীয় কি তা ব্যাখ্যা করছেন।
সল্টলেক থেকে বাপ্পা সরকার জানালেন আজকেই পশ্চিম বঙ্গ বিঞ্জান মঞ্চ হিগস বোসন চক্র সল্টলেকের এ্যাডেড এরিয়াতে ৬ টি নির্বাচিত জায়গায় হাত ধোবার জলের ড্রাম ও সাবান রাখা হলো।