চিন্তন নিউজ:৭ই আগস্ট:- যাদবপুর পুর থেকে দেবু রায় জানাচ্ছেন যে, আগামী ৯ই অগাস্ট সারা দেশ ব্যাপী শ্রমিক -কৃষক -খেত মজুর সংঘঠনের দেশ বাঁচাও এর ডাক দিয়েছে, এই কর্মসূচিকে সামনে রেখে আগামী ৯ই অগাস্ট বিকাল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত গড়িয়া মোড়ে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এর সমর্থনে আজ যাদবপুর ও তার সংলগ্ন অঞ্চল যেমন পিয়ারলেস হাসপাতাল মোড়, অজয় নগরের বিগ বাজার এর সামনে অটো করে প্রচার কর্মসুচির আয়োজন করা হয়।
অপর দিকে চন্দনা বাগচী জানাচ্ছেন যে, প্রয়াত শ্যামল চক্রবর্তী র স্মরণে হালতু শ্রমজীবী ক্যান্টিনের রেড ভলেন্টিয়ার্স এর উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, ছিলেন শমীক লাহিড়ী । আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, ছিলেন শমিক লাহিড়ী. সিআইটিইউ এর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়, জেলার সিআইটিইউ নেতা রতন বাগচী . বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রয়াত সুবাস চক্রবর্তী র স্ত্রী রমলা চক্রবর্তী এবং অভিনেতা বাদশা মৈত্র।