দেশ

আসামের নলবাড়ি জেলায় কৃষকসভার রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ


সীমা বিশ্বাস, আসাম: চিন্তন নিউজ:০১/১১/২০২২ বিজেপির সমাজবিরোধী ফ্যাসিস্ট নীতিকে প্রতিহত করতে হবে মেহনতি জনগণকে– আসামে ২৯- ৩০ – ৩১ অক্টোবর নলবাড়ী জেলায় কৃষক সভার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। সেই উপলক্ষে ২৯ তারিখ প্রকাশ্য সমাবেশে কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা ,যুগ্ম সম্পাদক বিজু কৃষ্ণান ,প্রাক্তন সাংসদ উদ্ভব বর্মন ,প্রাক্তন বিধায়ক হেমেন দাস , বর্তমান বিধায়ক মনোরঞ্জন তালুকদার, রাজ্য সম্পাদক টিকেন দাস উপস্থিত থাকেন। প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা তাঁর বক্তব্যে বলেন যে ভারতের সবথেকে বেশি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। তিনি মিথ্যা কথার মাধ্যমে দেশ চালাচ্ছেন। কর্পোরেট গোষ্ঠীর নির্দেশে চলা বিজেপি সরকার যে সমাজবিরোধী ফ্যাসিস্ট তথা কৃষক বিরোধী নীতির সঙ্গে উগ্র সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি যেটাকে দেশের মেহনতি জনগণ প্রতিহত করতেই হবে। অশেষ ত্যাগের বিনিময়ে ইতিহাস সমৃদ্ধ কৃষক আন্দোলনের বিপ্লবী কমরেডদের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিবাদী নীতির আগ্রাসী সরকারকে প্রতিহত করতে সক্ষম হবে।

নিখিল ভারত কৃষক সভার ২৫ তম রাজ্য সম্মেলন উপলক্ষে নলবারির গর্দন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত “ভারতীয় গণতন্ত্রে ও ধর্মনিরপেক্ষতার অতীত বর্তমান ভবিষ্যৎ ” শীর্ষক আলোচনা চক্রের ভাষণ দিয়ে নিখিল ভারত কৃষক সভার রাষ্ট্রীয় সম্পাদক হান্নান মোল্লা বলেন যে, অশেষ ত্যাগ এবং রক্তের বিনিময়ে রক্ত পতাকা উড়িয়ে রাখা বিপ্লবীদের ত্যাগ এবং নিষ্ঠা বিফলে যাবে না। সভায় স্মরণিকা ‘পলস’ উন্মোচন করে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আব্দুল মান্নান এবং সাংস্কৃতিক শোভাযাত্রায় নলবাড়ি বাসির দৃষ্টি আকর্ষণ করার সঙ্গে সঙ্গে সন্ধ্যায় রক্ত পতাকা উত্তোলন এবং শহীদ স্মরণ করা হয়। অসম রাজ্যিক কৃষক সভার প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজু কৃষ্ণান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।