চিন্তন নিউজ:১০ই নভেম্বর:- ক্যানিং থেকে বিভাস সাহা জানাচ্ছেন, গত ৯ই নভেম্বর ‘স্বজনের’ পক্ষ থেকে ঘুটিয়ারি শরিফ মাজার, ঘুটিয়ারি বাজার, স্টেশন স্যানিটাইজেশন কর্মসূচি গ্রহণ করা হয় l এর আগেও স্বজন এর পক্ষ থেকে লকডাউন চলাকালীন কোভিদ প্রতিরোধের জন্য এলাকার বিভিন্ন জায়গায় স্যানিটাইজার করা হয় l স্বজন একটি বামপন্থী ছাত্র-যুব পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা l
অন্যদিকে ক্যানিং থেকে বিভাস সাহা আরো জানাচ্ছেন যে গত ৯ই নভেম্বর ক্যানিং মহকুমা শাসকের দপ্তরের সামনে ১২ই জুলাই কমিটির পক্ষ পক্ষ থেকে আগামী ২৬শে নভেম্বর তারিখে ধর্মঘটের স্ট্রাইক নোটিশ প্রদান ও পথসভা। সামিল হয়েছে এবিপিটিএ, ক্যানিং জোনাল কমিটি।
আজকে ক্যানিং থেকে বিভাস সাহা জানাচ্ছেন
আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও ধর্মঘটের সমর্থনে আগামী ২২ শে নভেম্বর ক্যানিং বাসস্ট্যান্ড এ জনসভা অনুষ্ঠিত হবে। আজ ক্যানিং সিপিআই(এম) এরিয়া কমিটির দীঘিরপাড় অঞ্চলের বিভিন্ন স্থানে দেওয়ার লিখন কর্মসূচি পালিত হল।
সারা দেশব্যপী ২৬শে নভেম্বর ২০২০ সাধারণ ধর্মঘটের সমর্থনে ঘুটিয়ারী শরীফ বাঁশড়া শাখায় কমরেডরা দেওয়ালে চুন ও দেওয়াল লিখনে ব্যস্ত এবং সেই ধর্মঘটের সমর্থনে ২২শে নভেম্বর ক্যানিং বাসস্ট্যান্ড এ বামফ্রন্ট ও কংগ্রেস এর যৌথ উদ্যোগে এক বিশাল জনসভা হতে চলেছে তাঁর দেওয়াল লিখন হয়েছে… প্রধান বক্তা— কম: সুজন চক্রবর্তী এবং কম: শতরূপ ঘোষ ও অন্যান্য নেতৃত্ব l