জেলা

দক্ষিণ দিনাজপুর জেলার টুকরো খবর


চিন্তন নিউজ:কমলেন্দু রায়:৪ঠা নভেম্বর:,২০২০– তৃণমূল কংগ্রেসের তোলাবাজি, গুন্ডাগিরি, স্বজন-পোষণের বিরুদ্ধে আজ বংশীহারী এরিয়া কমিটির উদ্যোগে ৫নং মহাবাড়ি অঞ্চলে ডেপুটেশন ও ঘেরাও করা হয়। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তথা হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমরেড রফিকুল ইসলাম, এরিয়া সম্পাদক কমরেড মোসাদ্দেক হোসেন, কমরেড জয়ন্ত বর্মন, কমরেড জাহানদার হোসেন প্রমুখ।

অপরদিকে সুশান্ত বিশ্বাস জানাচ্ছেন, আগামীকাল বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লক ডেপুটেশন ও মহামিছিল এবং আগামী ২৬শে নভেম্বর সারাভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে সিপিআই(এম) গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ ঠ্যাঙ্গাপাড়াতে হাট মিছিল সংগঠিত হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।