জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :- ১১ ই নভেম্বর – গতকাল সর্বনাশা কৃষি ও শ্রম আইন বাতিলের দাবিতে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, রেগা প্রকল্পে ১০০ দিনের পরিবর্তে ২০০ দিন করা ও মজুরী বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে, আয়করহীন প্রত্যেক পরিবারকে ৬ মাস ধরে ৭৫০০ টাকা করে দেওয়া, হাতরাস সহ সারাদেশে নারী নির্যাতনের অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটি পার্কাস রোড থেকে মিছিল করে এসে কার্জন গেটে সমাবেশ করে ও জেলাশাসককে ডেপুটেশন দেয়। সভানেত্রী মনিমালা দাস, উদবোধনী সংগীতে জয়শ্রী বসু, বক্তব্য রাখেন জেলা সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জি, জনা মুখার্জি, অঞ্জু কর প্রমুখ।

গতকাল বিকেলে কৃষক সভা, মঙ্গলকোট ব্লক কমিটি কার্যালয় প্রাঙ্গণে ২৬শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে মঙ্গলকোট ব্লক কৃষক কমিটির উদ্যোগে গণসংগঠন সমূহকে নিয়ে গণকনভেনশন অনুষ্ঠিত হলো।সভায় সভাপতিত্ব করেন মঙ্গলকোট ব্লক কৃষক কমিটির সভাপতি আজফার হোসেন।সভায় ধর্মঘটের সমর্থনে প্রস্তাব উত্থাপন করেন সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি দূর্যোধন সর।প্রস্তাবকে সমর্থন করেন মঙ্গলকোট ব্লক কমিটির সদস্য তরুণ সরকার। সমর্থন করে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান খেত মজুর জেলা কমিটির সদস্য শাহজাহান চৌধুরী ।গনকনভেনশনে বক্তব্য রাখেন পশ্চিম বঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।