জেলা রাজ্য

অস্থায়ী কমিউনিটি কিচেন। পরিচালনায় ন‌ওদা ব্লক বামপন্থী গণসংঠন সমূহ



সুমন বিশ্বাস: চিন্তন নিউজ:১৯শে এপ্রিল:-
মুর্শিদাবাদে নওদা ব্লকে বামপন্থী গণসংগঠন,শিক্ষকসংগঠন ,কর্মচারী সংগঠন, ছাত্র, যুব সংগঠনের যৌথ প্রয়াসে অস্থায়ী ভাবে তৈরী করা হয়েছে কমিউনিটি কিচেন ।

বিশ্ব ব্যাপী এইসংকট কালে দৈনিক কাজ না থাকা মানুষদের রান্না করা খাদ্য দিয়ে পাশে থাকছেন কর্মীরা। ইতিমধ্যেই এই কমিউনিটি কিচেন প্রায় ৮৫০০ জনকে খাবার দিতে পেরেছে।

নেতৃত্ব দিয়েছেন শমীক মন্ডল, আয়ুব হোসেন সহ নেতৃত্ব। উপস্থিত ছিলেন নৃপেন চৌধুরী, জামির মোল্লা প্রমুখ । আজ সপ্তম দিন। আগামী কাল পরশু বন্ধ থাকবে কমিউনিটি কিচেন স্যানিটাইজ করার জন্য । বিরতি রাখা হবে কিচেন পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করার জন্য।২২ তারিখ থেকে আবার শুরু হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।