জেলা

মেয়াদ উত্তীর্ণ শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মনোনীত করা নিয়ে জল্পনা,


মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:১৫ই মে;— আগামী ১৭ই মে শেষ হ’তে যাচ্ছে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বামফ্রন্ট পরিচালিত পৌরবোর্ড এর মেয়াদ , ইতিমধ্যেই রাজ্য সরকার যে সমস্ত পৌরনিগম পৌর কর্পোরেশন ইত্যাদিতে যারা মেয়র বা চেয়ারম্যান আছে তাদেরকেই প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে , শিলিগুড়ি নাগরিক সমাজে আলোচনা চলছে গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের একমাত্র বাম পরিচালিত পুরো বোর্ড শিলিগুড়ি পৌর নিগমের ক্ষেত্রে রাজ্য সরকার যেরকম অসহযোগিতা করেছে – বঞ্চনা করেছে অনেক বিষয়ে রাজনীতি করন করা হয়েছে উন্নয়ন নিয়ে , সে ক্ষেত্রে প্রশাসক বসানোর বিষয়ে তারা কি রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরোতে পারবে কিনা?

যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও শিলিগুড়ি পৌর নিগমকে কিছু জানানো হয়নি , এ বিষয়ে বাম পরিচালিত পুরোবোর্ডের মেয়র শ্রী অশোক নারায়ন ভট্টাচার্য্য জানিয়েছেন পুরো আইন মোতাবেক মেয়াদ শেষের আগেই নির্বাচন করে সর্বাধিক ছয় মাসের মধ্যে বোর্ড গঠন করা টাই নিয়ম কিন্তু অতীতে যেহেতু এরকম পরিস্থিতি তৈরি হয়নি তাই এক্ষেত্রে নিয়মের অন্যথায় হতেই পারে , তার দল ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী ) মনে করে যদি কখনো পুরো বোর্ডে প্রশাসক বসাতে হয় তাহলে সেটা রাজনীতির লোকেদেরকে দিয়ে বসানো উচিত নয় প্রশাসনের লোককেই বসানো দস্তুর কিন্তু এইরকম পরিস্থিতিতে কখনোই কোনো সরকারি আধিকারিকের দ্বারা নাগরিক সমাজের সর্বনিম্ন স্তরে নেমে কাজ করা সম্ভব নয় সেজন্য যদি রাজ্য সরকারের পক্ষ থেকে অশোক ভট্টাচার্যকে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান করে পৌরবোর্ড চালানোর আবেদন করা হয় সে ক্ষেত্রে দল ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই চিন্তা-ভাবনা করবে , তারা মনে করে নাগরিক সমাজের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজনীতির থেকেও অনেক বেশি প্রয়োজন মানবিকতার প্রসার যাতে করে কোন শহরবাসী নিজেদেরকে অভিভাবকহীন না মনে করে।

অনেক রকম প্রতিকূলতা থাকা সত্ত্বেও যেভাবে বাম পরিচালিত পুরোবোর্ড তার সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পেরেছেন শহরের ভোটার তথা নাগরিকরা যেভাবে এই পুরোবোর্ডকে সমর্থন করেছেন তার জন্য শহরবাসীকে মেয়র অশোক ভট্টাচার্য ধন্যবাদ জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।