রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ: ১৫ইমে:- সিপিআই(এম) বীরভূম জেলা কমিটির সদস্য ধীরেন লেট কে মনে পড়ে! হ্যাঁ। মল্লারপুর। বীরভূম। ২০১৫ সালে তৃনমূল আশ্রিত ঘাতক বাহিনী জোর পূর্বক প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি এবং ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) বীরভূম জেলা কমিটির সদস্য কমরেড ধীরেন লেটকে সিপিআই(এম) পার্টি না করার জন্য মুচলেকা দিতে বাধ্য করে। মাথায় আঘাত করে রক্তাক্ত করে। সেই ছবি এখনও খেটে খাওয়া মানুষের মধ্যে গেঁথে আছে। এই মানুষটির উদ্যোগে কমিউনিটি কিচেন চলছে – প্রথমে সিউড়ি ১ নং ব্লকের পরে মল্লারপুরে।
এই লক-ডাউন পিরিয়ড চলাকালীন গরীব অসহায় মানুষের কথা ভেবে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মল্লারপুর ১ নং এরিয়া কমিটি এবং মল্লারপুর ২নং এরিয়া কমিটি-এর উদ্যোগে এবং এলাকার ছাত্র-যুব ও শ্রমজীবী মানুষের সহযোগিতায় দুটি ব্লকের বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন তৈরি করে খাবার পৌঁছে দেবার প্রয়াস চলছে।
না। দমানো যায় নি। যাবে না কারন একটাই, মজ্জাগত চেতনায় মানবতা জীবিত আছে। মানুষের যন্ত্রনা ভাগ করে নেওয়ার ক্ষমতা আছে।তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই কমিউনিটি কিচেন-এর মাধ্যমে।
ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অরুপ বাগ জানিয়েছেন এই কমিউনিটি কিচেন লক-ডাউন চলাকালীন শ্রমজীবী মানুষের সাহায্যার্থে এই কাজ চলবে।মানুষের পাশে দাঁড়ানোর লড়াই চলবে। খুবই কষ্টসাধ্য কাজ। কিন্তু চলবে। কারন।