জেলা

দক্ষিণ চব্বিশ পরগনার ধর্মঘটের খবরাখবর……..


চিন্তন নিউজ:২৭/১১/২০২০:- সাতগাছিয়া থেকে বিশ্বনাথ পাঁজা জানাচ্ছেন , বুড়ুল সাতগাছিয়া, বিড়লাপুর বাওয়ালী এরিয়া কমিটির রথতলায় সাধারন মানুষ পার্টীর ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে ধর্মঘট সফল করেন।ধর্মঘট সফল করার জন্য সকলকে সংগ্রামী অভিনন্দন জানান স্থানীয় নেতৃবর্গ l

বজ বজ থেকে এজাজুল হক জানাচ্ছেন যে, আগামী কাল ধর্মঘটটের সর্বাত্মক প্রভাব পড়ে বজ বজ এলাকায় l এলাকার 4 টি জুট মিল বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘট কে পূর্ণ সমর্থন করেন l উল্লেখ যোগ্য ভাবে বিড়লাপুর জুট মিল শ্রমিক সংগঠন পক্ষ থেকে ব্যাপক পিকেটিং ও প্রচার চালানো হয় l শ্রমিকরা মিছিলে অংশগ্রহণ করেন l

মহেশতলা থেকে চন্দনা বাগচী জানাচ্ছেন যে
বাম ও, কংগ্রেস । এসএফআই,ডিওয়াইএফআই, ও এরিয়ার কমরেডরা উপস্হিত থেকে পিকেটিং, রাস্তা অবরোধ ও মিছিল সংগঠিত করেন l

ক্যানিং থেকে বিভাস সাহা জানাচ্ছেন ক্যানিং-এর ঘুটিয়ারীশরিফে রেল অবরোধে সামিল বাম কর্মীরা এছাড়া ঘুটিয়ারীশরিফ বাজারে ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত হয়।

ক্যানিং -১নং ব্লকে সর্বত্র ধর্মঘট সফল।সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ফলেই বন্ধ সর্বত্র সফল হযেছে ।ধর্মঘটের অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন ও লাল সেলাম জানান ক্যানিং এরিয়া কমিটির সম্পাদক কমরেড তাপস অধিকারী । ক্যানিং-এ বন্ধের সমর্থনে ক্যানিং মেনরোডে অবরোধে সামিল বাম- কংগ্রেসের কর্মীরা। পরে তৃণমূলের দলদাস পুলিশ এসে আমাদের কর্মীদের গ্রেফতার করে ক্যানিং থানায় নিয়ে যায়।ক্যানিং- এর সর্বত্র ধর্মঘট সফল।সাধারণ মানুষের অংশগ্রহণের ফলেই বন্ধ সফল হযেছে ।

সাগর থেকে অশোক কুমার দাস জানাচ্ছেন যে সাগরের কৃষ্ণনগর বাজারে ধর্মঘট ভাঙতে পুলিশ বল প্রয়োগ করে l স্থানীয় বাম কর্মী সমর্থক রা তীব্র প্রতিরোধ গড়ে তুলে ধর্মঘট সফল করেন l

মগরাহাট থেকে দেবরাজ মন্ডল জানাচ্ছেন-
দক্ষিণ ২৪পরগনা মগরাহাট সিপিআই(এম) এরিয়া কমিটির অন্তর্গত ধামুয়া শাখার উদ্যোগে রেল রোখো কর্মসূচি সংগঠিত হয় l রেল পরিষেবা বন্ধ থাকে l উপস্থিত ছিলেন বাম কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্ব l

যাদবপুর থেকে দেবু রায় জানাচ্ছেন – যাদবপুর স্টেশনে বনধ এর সমর্থনে বাম সমর্থক দের রেল রোকো কর্মসূচি সংগঠিত হয়। এর ফলে শিয়ালদাহ দক্ষিণ শাখার ডায়মন্ড ক্যানিং ও লক্ষীকান্তপুর লাইনের ট্রেন পরিষেবা বন্ধ থাকে। বামকর্মী সমর্থেকেরা রেল লাইন ওপর পিকেটিং করেন l


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।