চিন্তন নিউজ২৬শে সেপ্টেম্বর:– সংবাদদাতা সুশান্ত বিশ্বাস:– আগামীকাল দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সিপিআইএম মহারাজপুর শাখার উদ্যোগে আজ মহারাজপুর বাজারে মিছিল সংগঠিত হলো l
আজ ঠ্যাঙ্গাপাড়া তে আগামীকালের ধর্মঘটের প্রচারে সিপিআইএম কর্মীগণ।
অপরদিকে CPIM গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে গঙ্গারামপুরে দোকানদার ভাইদের মধ্যে আগামীকাল সারাভারত সাধারণ ধর্মঘটের পক্ষে প্রচার সংগঠিত করা হলো।