চিন্তন নিউজঃ- সুদীপ্ত চক্রবর্তীঃ- হুগলি এরিয়া কমিটির উদ্যোগে সংযুক্ত কৃষাণ মোর্চার ডাকে সারা ভারত ধর্মঘটের সমর্থনে সাহাগঞ্জ ত্রিকোন পার্ক থেকে চকবাজার পর্যন্ত মিছিল ও শেষে পথসভা হয়।
জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ-হিন্দমোটর কারখানার শ্রমিকদের কোয়ার্টার এলাকায় অবস্থিত ” হিন্দমোটর হাই স্কুল ” তুলে দিতে চলেছে হিন্দমোটর কারখানার কর্তৃপক্ষ। এই বিদ্যালয়টি বিগত সত্তর বছর ধরে মূলত হিন্দিভাষী দের একটি অন্যতম বেসরকারি বিদ্যালয় হিসেবে পরিচিত ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছিল। ” ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ” অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয় এবং ” ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ” অনুমোদিত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই ” হিন্দমোটর হাই স্কুল ” কে হিন্দমোটর কারখানা কর্তৃপক্ষ আর চালিয়ে যেতে চান না। এরফলে বিপদের সম্মুখীন হবে বর্তমানে এই বিদ্যালয়ে পড়াশোনা করছে এমন ৭০০ ছাত্র – ছাত্রী এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ। এই বিদ্যালয়টির যাবতীয় সম্পত্তি বেআইনিভাবে হিন্দমোটর কারখানার অব্যবহৃত জমিতে এবং জলাভূমি বুজিয়ে যারা বহুতল আবাসন গড়ে তুলছে – তাদের হাতে তুলে দিতে চাইছে হিন্দমোটর কারখানার বিড়লা মালিক।… কারখানায় ” সাসপেন্স অফ ওয়ার্ক ” নোটিশ জারি কার্যত কারখানার শ্রমিক ও কর্মচারীদের পথে বসিয়েছে।… বন্ধ হয়ে গেছে রাজ্যের একটি মাত্র অটোমোবাইল শিল্প ” হিন্দুস্তান মোটরস্ “। অমানবিক জীবনযাপনে বাধ্য করা হয়েছে কারখানার শ্রমিকদের কোয়ার্টারে বসবাসকারী পরিবারগুলিকে। সেখানে জল নেই। নেই কোনো আলোর ব্যবস্থা। আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ” হিন্দমোটর হাসপাতাল “।… এখন বন্ধ হতে চলেছে ” হিন্দমোটর হাই স্কুল “।… এরাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার সব প্রশ্নেই নীরব দর্শক। এলাকার তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক কী করছেন – জানা নেই। উত্তরপাড়া-কোতরং পৌরসভার প্রশাসকমন্ডলীর ভূমিকাও তথৈবচ।
সোমনাথ ঘোষঃ-সংযুক্ত কিষান মোর্চা ডাকে ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধের সমর্থনে হুগলীর চন্ডীতলা এলাকার শিয়াখালা বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল । পথসভায় বক্তব্য রাখেন কমরেড সোমনাথ ঘোষ । গতকাল সি.পি.আই.(এম),শিয়াখালা-৪ নং শাখার ২য় সম্মেলন বিকালে কম: সন্ধ্যা পাত্র-কম: সুফল পাত্র নগর (শিয়াখালা),কম: গৌরাঙ্গ বাগ, কম: সুজিত চ্যাটার্জী মঞ্চ(বিমল স্মৃতি-শিয়াখালা এ.সি.)তে অনুষ্ঠিত হল। শুরুতে পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ অনুষ্ঠানের পর প্রবীণ কমরেড অরবিন্দ চ্যাটার্জীর সভাপতিত্বে সন্মেলন অনুষ্ঠিত হয়।
জয়দেব ঘোষঃ- হুগলি তে বাড়ছে করোনা এবং সাথে সাথে রেড ভলান্টিয়ার্স রা আবার মানুষের পাশে। চুঁচুঁড়ায় করোনা আক্রান্ত র বাড়ীতে অক্সিজেন কনসেন্ট্রের নিয়ে হাজির তাঁরা।
আজএপিডিআর শ্রীরামপুর শাখার আয়োজিত অষ্টাদশ যতীন লাহিড়ী স্মারক বক্তৃতা বিষয় কৃষি আইনের রাজনীতি ও কৃষক আন্দোলন।তার ই প্রচার শ্রীরামপুরের রাস্তায়। সিঙ্গুরেও বনধ এর সমর্থনে সারাদিন প্রচার চলে।ডি ওয়াই এফ আই চুঁচুঁড়া আঞ্চলিক কমিটির ডাকে ২৭ শে সেপ্টেম্বর এর দেশব্যাপি সাধারণ ধর্মঘটের সমর্থনে চুঁচুঁড়া পিপুলপাতি মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।বনধ এর সমর্থনের রামেশ্বরপুর গোপালনগর অঞ্চলে রামেশ্বরপুর বাজারে মিছিল অনুষ্ঠিত হয় ।বৈচি তেও বনধ এর প্রচার হয়।পান্ডুয়া এরিয়া কমিটির ডাকে বনধ এর সমর্থনে প্রচার চলে।কোন্নগর চলচ্চিত্রম মোড়ে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোন্নগর এরিয়া কমিটির উদ্যোগে সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে পথসভা অনুষ্ঠিত । ৫)ঝুমা শীলঃ-তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে শেওড়াফুলি বৈদ্যবাটি এড়িয়া কমিটির উদ্দোগে নওগাঁবাজারে পথসভা আগামী ২৭ সেপ্টেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে ।
সুদীপ্ত সরকারঃ-সি.পি.আই.(এম.) জাঙ্গীপাড়া ১ও ২নং এরিয়া কমিটির উদ্যোগে পার্টির পঃবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও জাঙ্গীপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তণ উচ্চ শিক্ষা মন্ত্রী কমরেড সুদর্শন রায়চৌধুরী, জাঙ্গীপাড়া থানা গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা নেতৃত্ব কমরেড অজিত মিত্র, কমরেড শশাঙ্ক কুন্ডুর স্মরণ সভা আজ জাঙ্গীপাড়ায় অনুষ্ঠিত হলো৷ তিন প্রয়াত কমরেডের স্মৃতিচারণা করেন রাজ্য কমিটির সদস্য ও হুগলী জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড জয়দেব চ্যাটার্জী৷ প্রয়াত কমরেড অজিত মিত্রর পৌত্র রোহিতাশ্ব মিত্র এবং কমরেড শশাঙ্ক কুন্ডুর পুত্রবধূ চম্পা কুন্ডু স্মৃতিচারণা করূন৷ সভার শুরুতে প্রয়াত তিন কমরেডের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান উপস্হিত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ৷ কমরেড সুদর্শন রায়চৌধুরীর স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন কমরেড হরপ্রসাদ সিংহরায়, কমরেড শশাঙ্ক কুন্ডুর স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন কমরেড সুদীপ্ত সরকার, কমরেড অজিত মিত্রর স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন কমরেড শ্যামল পালধি৷ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ পার্টি নেতা কমরেড মনীন্দ্র নাথ জানা৷ সমগ্র স্মরণসভাটি পরিচালনা করেন কমরেড অলোক সিংহরায়৷ স্মরণ সভার পর ২৭শে সেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বিশাল মিছিল জাঙ্গীপাড়া বাজার পরিক্রমা করে৷