জেলা

সীমিত ক্ষমতায় বৃহত্তর স্বার্থে, নিরলস কাজ করে চলেছে বামপন্থী সংগঠনগুলি


দেবী দাস:চিন্তন নিউজ:১১ইমে:– বিশ্বজুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের দেশ ও রাজ্য একই পথের যাত্রী। গরীব শ্রমজীবি পরিবারের পাশে দাঁড়ানো উচিৎ ছিল সরকারের। মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করছেন বিভিন্ন মিডিয়ায় নিজের কাজের(?) বিজ্ঞাপন দিতে, নজর নেই রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত পরিবারের দিকে, উদাসীন থেকেছেন ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের প্রতি।

সীমিত ক্ষমতা নিয়ে বৃহত্তর স্বার্থে, বৃহত্তর পরিসরে নিরলসভাবে কাজ করে চলেছে বামপন্থী দল ও গণসংগঠনগুলো। প্রচার নেই কোথাও, সরকারের পোষা গুন্ডাবাহিনী, নির্লজ্জ পুলিশ প্রশাসনের হাতে বারবার আক্রান্ত হয়েও পিছোনোর কোনো অবকাশ নেই। বরং জেদ বাড়িয়ে তুলেছে নিজেদের লক্ষ্যে অবিচল থাকার।

ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) পশ্চিম (১) এরিয়া কমিটির বেহালা ১৩২ নং ওয়ার্ডের উদ্যোগে গত ২৮ শে এপ্রিল থেকে আজ ১১ই মে পর্যন্ত আড়াই হাজার দরিদ্র পরিবারে ত্রাণ সামগ্রী দেওয়া হল ধারাবাহিকভাবে। আগামী দিনে আরও কিছু পরিবারের পাশে থাকার লড়াই জারি থাকলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।