দেশ রাজ্য

লকডাউনে রুজি রুটিতে টান পুরোহিত সম্প্রদায়ের


মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ: ১১ই মে :– হঠাৎ আগন্তুক ” করোনা ” নামের এই বিশ্বব্যাপী মহামারী তার ওপর লকডাউন , যার দরুন অনেক বেশী অসুবিধায় পড়েছে এই বাংলার পুরোহিত সম্প্রদায়।

এমনিতেই সমাজে ক্রমবর্ধমান বিশ্বায়নের ধাক্কায় নবপ্রজন্মের হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলেরা এই পেশায় আসতে চাইছেন না , আসবেনইবা কি করে এমনিতেই শুধুমাত্র পূজা জজমানি করে যা আয় হয় একজন ব্রাহ্মণের তা দিয়ে কোনোভাবেই সংসার চালানো সম্ভব নয়।

সেজন্য আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রত্যেক পুরোহিত যজমানির পাশাপাশি কিছু একটা ছোটমোটো কাজ করে দিন গুজরান করে থাকেন , যে পুরোহিত মশাই নিজে জজমানি করে কষ্টেসৃষ্টে ছেলেমেয়ে পড়াশোনা শিখিয়ে মানুষ করার স্বপ্ন দেখে সেই পুরোহিত মশাই নিজেও চান না তার পরবর্তী প্রজন্ম এই জজমানির ওপর নির্ভরশীল থাকুক , তারাও চান পড়াশোনা শিখে তার সন্তানও যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে , খেয়াল করলে দেখা যাবে আজকের দিনে দাঁড়িয়ে বড় বড় বারোয়ারি দুর্গাপূজা কালী পূজার মত উৎসবে যেখানে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন খাতে ব্যয় করা হয় সেখানেও কিন্তু পুরোহিতদের জন্য বরাদ্দ থাকে সামান্যই কিছু অর্থ।

বর্তমানে এই লকডাউন অবস্থায় সমস্ত রকম পূজার্চনা বন্ধ। এমতাবস্থায় ভীষণ সংকটে দিন কাটাচ্ছে উত্তরবঙ্গের পুরোহিত সম্প্রদায়ের মানুষেরা , এমনই বেশ কিছু পুরোহিতদের সাথে কথা বলে জানা গেল গ্রামের দিকে তবুও কিছু যজমান রা সামান্য কিছু সাহায্য পুরোহিতদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলেও শহরের দিকে সেই মানবিকতাও একেবারেই উধাও , যদিও এই সামান্য দান সামগ্রী দিয়ে কখনোই সংসার প্রতিপালন করা সম্ভব নয় , উত্তরবঙ্গের পুরোহিতদের নিয়ে একটি সংগঠন রয়েছে ” উত্তরবঙ্গ পুরোহিত বিকাশ পরিষদ ” সংগঠনের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এমনিতেই বর্তমান সময়ে পুরোহিত সম্প্রদায়ের মানুষেরা আর্থিকভাবে অভাব অনটন এর সাথে চলছেন। তাই তাদের সংগঠনে খাতায়-কলমে শ’পাঁচেক সদস্য থাকলেও সামান্য কিছু সদস্যই ধার্য চাঁদা সময়মতো দিয়ে থাকেন সেই অংকও খুবই কম , তাই সামান্য সঞ্চিত শক্তি দিয়ে সংগঠনের পক্ষ থেকে কিছু পুরোহিতকে সাহায্য করা হ’লেও বৃহৎ কিছু করা সম্ভব নয়।

এ বিষয়ে বিভিন্ন সময়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা হলেও তেমন কিছু সুরাহা হয়নি , পূর্ববর্তী সময়ে সংগঠনের পক্ষ থেকে পুরোহিতদের মাসিক ভাতা চালু , বয়স্ক পুরোহিতদের পেনশন এর দাবির মত একাধিক বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও সরকার এ বিষয়ে কোনো রকম আলোকপাত করেনি বলে অভিযোগ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।