চিন্তন নিউজ-সুমন ঘোষ–২২শে সেপ্টেম্বর:—সবার জন্য শিক্ষা ও শিক্ষান্তে কাজের দাবিতে এবং পূর্ণাঙ্গ আকারে মঙ্গলা হাট খোলার দাবিতে সন্ত্রাসের আগল ভেঙে কোলড়া রায়পুরে প্রায় ৫০০ শত মানুষকে নিয়ে বিরাট সমাবেশ করলো ডিওয়াইএফ(আই) ডোমজুড় ১নং আঞ্চলিক কমিটি। এই সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফ(আই) রাজ্য নেতা ও জেলা সভাপতি শৈলেন্দ্র রাই, জেলা সম্পাদক বিপ্লব বেরা, প্রাক্তন যুব নেতা উত্তম বেরা, বিশিষ্ট আইনজীবি সব্যসাচী চ্যাটার্জী, আঞ্চলিক কমিটির নেতা রেজাউল করিম, প্রবীর নাহা দাস, এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফ(আই) এর জেলা নেতা সৈকত ব্যানার্জী,সুমন ঘোষ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংগ্রহন ছিল চোখে পড়ার মত।
সংবাদদাতা—-মিঠু ভট্টাচার্য– আজ আড়গোড়ি জঙ্গলপুরে প্রয়াত কমরেড অরুপ দেবনাথের স্মৃতি রক্ষার্থে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে ২৫শে মার্চ সম্ভব হয়ে ওঠেনি।আজ সেটা আয়োজন করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।এই অবস্হায় বামপন্থীরা চারিদিকে কোভিড প্রটোকল মেনে রক্ত দান শিবিরের আয়োজন করছে। এই শিবির সপ্তম বর্ষে পা দিল।এই রক্ত দান শিবিরে ৪৬ জন রক্ত দাতা রক্ত দান করেছেন। আজ এই শিবিরে উপস্থিত ছিলেন কমরেড শতরুপ ঘোষ কমরেড নন্দলাল মুখার্জী কমরেড উত্তম সাহা কমরেড বিপ্লব বেরা এবং অন্যান্য নেতৃত্ব।
