জেলা

হুগলি জেলার ২১শে মার্চের খবর


নিজস্ব সংবাদদাতা :- চিন্তন নিউজ:—- ২২ শে মার্চ:::–জমে উঠেছে হুগলি জেলার নির্বাচনী প্রচাল ও পথনাটিকা::- সপ্তগ্রাম বিধান সভায় সংযুক্ত মোর্চার কং প্রার্থী প্রবিত্র দেব প্রচারে ঢেউ তো তোলেন।।আজ গরীবের ডাক্তার প্রনব কুমার ঘোষ এর সমর্থনে মহা মিছিলের পূর্বে কিছু মুহুর্ত। এদিকেসংযুক্ত মোর্চা সমর্থিত CPI(M) প্রার্থী আমজাদ হোসেনের সমর্থনে বৈঁচীতে মিছিল।।

আজ ছুটির দিন তাই সকাল থেকে মানুষের মধ্যে একটা আলাদাই উৎসাহ, কে আসবে আজ কে ডানকুনি তে মহঃ সেলিম প্রচারে মানুষের দাবী গুলো শুনতে থাকেন। আজকের প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের দাবী গুলো তুলে ধরেন। প্রচার শেষে ডানকুনি ফুটবল খেলার সামনে ছোটো পথসভার আয়োজন করা হয়,যা ছোটো জনসভা তে পরিনত হয়ে।প্রধান বক্তা হিসাবে ছিলেন কমঃ মহঃ সেলিম।পোলবা গ্রামঞ্চায়েত এলাকার সংগ্রামপুর কাসুন্দিপাড়ায় চুঁচুড়া বিধানসভা সংযুক্ত মোর্চা সমর্থিত ফরোওয়ার্ড‌‌‌ ব্লক প্রার্থী কমরেড প্রনব ঘোষ নির্বাচনী প্রচারে। এসেছিস উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।।নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার সিঙ্গুর পূর্ব চক্রের সম্মেলন।।

আজ ছুটির দিন তাই সকাল থেকে মানুষের মধ্যে একটা আলাদাই উৎসাহ, কে আসবে আজ কে ডানকুনি তে প্রচারে??তাই সবাই কে চমকে দিয়ে আজকে সকাল সকাল ডানকুনি বিভিন্ন ওয়ার্ড ও বাজারে হাজির আপনাদের প্রিয় কমঃ মহঃ সেলিম,যিনি ১৯৪ চন্ডীতলা বিধানসভা থেকে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপি আই এম প্রার্থী। আজ কের প্রচারে উপস্থিত ছিলেন হুগলি জেলা সিপিএম সম্পাদক কমঃ দেবব্রত ঘোষ, ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক কমঃ মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব। আজকের প্রচারে উঠে এলো ডানকুনি পৌর অঞ্চলের জল নিকাশী ব্যবস্থা সহ অন্যান্য দাবী।

গতকাল তারকেশ্বর চাউল পট্টিতে ভারতীয় গণনাট্য সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।প্রথমে সঙ্গীত পরিবেশন করেন অরুণ বাগ।উত্তরণ শাখার অর্ণব স্বরচিত কবিতা পাঠ করেন।পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সঙ্ঘের জবা সিং ও সম্প্রদায় লোকসঙ্গীত পরিবেশন করেন।সাংস্কৃতিক কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন গণমঞ্চ শাখার শ্রী অসিত সিংহ রায়।শিল্পী সৈনিক শাখার কাকলি সেন সঙ্গীত পরিবেশন করছেন।বক্তব্য রাখছেন তারকেশ্বর বিধানসভার প্রার্থী শ্রী সুরজিৎ ঘোষ।হিরণ্ময় ঘোষালের পরিচালনায় জেলার কেন্দ্রীয় টীমের সমবেত সঙ্গীত পরিবেশন।একটি বিশেষ মূহুর্তে প্রার্থী শ্রী সুরজিৎ ঘোষের সঙ্গে ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সভাপতি শ্রী হিরণ্ময় ঘোষাল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।