জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-২১/০২/২০২২– জয়দেব ঘোষঃ- নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলা কমিটির উদ্যোগ আজ সমিতির জেলা অফিসে ভাষা শহীদ দিবস পালন করা হলো।উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি ও তুর্য সাংস্কৃতিক টিমের যুগ্ম আহ্বায়ক সন্দীপ রায়,জেলা কমিটির সহ সম্পাদক ও রাজ্য সোশ্যাল মিডিয়া টিমের যুগ্ম আহ্বায়ক জয়দেব ঘোষ সহ জেলা ও জোনের নেতৃত্ব।

কমরেড দীপনঃ- হুগলি – চু্ঁচুঁড়া পৌরসভার আসন্ন নির্বাচনের জন্য ফর ওয়ার্ড ব্লক প্রার্থীর সমর্থনে চলছে ফ্লেক্স ও পতাকা দিয়ে ওয়ার্ড সাজানোর কাজ চলছে।

সুব্রত দাশগুপ্তঃ- বাঁশবেড়িয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সি পি আই এম প্রার্থী শিবানী দাশগুপ্তর ওয়ার্ডের বাড়ী বাড়ী প্রচার ও জনসংযোগ চলছে।

আভাস গোস্বামীঃ-সাঁকো পথই ভরসা! “উন্নয়নের” এই মডেল বদলে দিতে উত্তরপাড়া-কোতরং পৌরসভা ফিরুক নিজের রঙে।

দেবারতি বাসুলীঃ-আনিস খানের হত্যার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তিদানের দাবিতে চন্দননগর বাগবাজার মোড়ে SFI-DYFI-AIDWA-এর ডাকে প্রতিবাদ কর্মসূচি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।