চিন্তন নিউজঃ- অনন্ত সাঁতরাঃ- দাদপুর এরিয়া কমিটি এলাকায় পুইনান ধর্মগোলায় সিধু কানু চাঁদ ভৈরব ও মাসনু মুর্মু স্মরণসভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন কমরেড সৌমেন্দ্রনাথ ঘোষ বক্তব্য রাখেন হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রামকৃষ্ণ রায় চৌধুরী হুগলি জেলা কমিটির সদস্য মাজেদ মন্ডল পশ্চিমবঙ্গ আদিবাসী লোকো শিল্পী সংঘ রাজ্য সম্পাদক শংকর মুখোপাধ্যায় পরিবারের পক্ষে নীলমণি মুর্মু ব্রাঞ্চ সম্পাদক মোহাম্মদ ইসমাইল প্রবীণ কমরেড গোপাল দত্ত। এরিয়া কমিটির প্রবীণ সদস্য মহম্মদ মাহফুজ আদিবাসী নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সভা শেষ হয়।
তিলক ঘোষঃ-গোঘাট দুই নম্বর এরিযা কমিটির অধীনে মান্দারন অঞ্চলের মান্দারন দুই নম্বর শাখার উদ্যোগে ৩০৷৬৷২২ তারিখে সকাল থেকে জনসংযোগ ও গণঅর্থসংগ্রহ কর্মসূচি আউসগড় ,মিঠাইচক, তারাহাট গ্রামে করা হল।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাটির রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ ।তাছাড়া ছিলেন দেবু চ্যাটাজী, ভাস্কর রায, অরুন পাত্র, অভয় ঘোষ, সত্যসাধন ঘোষ, তিলক ঘোষ, গোলাম ইমাম, দীপক লাহা, সুজিত রায় সহ একাধিক এরিযা নেতৃত্ব ও করমীগণ ।এলাকার মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে ।মানুষের মধ্যে নানান ধরনের সমস্যা জব কার্ড নেই, ন্যায্য দাবিদার এমন মানুষ বাড়ি করার টাকা পায়নি ।এই রকম নানাবিধ সমস্যা নিয়ে এখানকার মানুষের দিন কাটছে ।তারপর আছে তৃণমূলের ভয়ভীতির পরিবেশ।তবে আস্তে আস্তে মানুষের ভয় কাটতে শুরু করেছে ।
সুদীপ্ত সরকারঃ-জাঙ্গীপাড়া থানা কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে জগন্নাথপুর গ্রামে ঐতিহাসিক হুল দিবস পালিত হল। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকাত্তোলনের পর শহীদ বেদীতে মাল্যদান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। হুল দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন রাজ্যের কৃষক আন্দোলনের নেতৃত্ব কমরেড ভক্ত রাম পান, হুগলী জেলা খেতমজুর ইউনিয়নের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ফারুক আহমেদ লস্কর, হুগলী জেলার কৃষক আন্দোলনের নেতৃত্ব কমরেড রঘুনাথ ঘোষ। সভাপতিত্ব করেন কমরেড দূর্গা হাঁসদা।
দেবারতি বাসুলীঃ-বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শীতলাবাদের মুক্তির দাবিতে ও ভারতীয় সেনাবাহিনীতে চুক্তি নিয়োগের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে হুগলী জেলা ১২ই জুলাই কমিটির ডাকে শ্রীরামপুর প্রধান ডাকঘরের সামনে ৩০/৬/২০২২ তারিখ বিকেল বেলা বিক্ষোভ সমাবেশ সংগঠিত করা হয়। ১২ই জুলাই কমিটির অন্তর্গত সমস্ত গণসংগঠনের মত নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার নেতৃত্ব, সদস্য উপস্থিত ছিলেন।
৩০জুন হুল দিবস উপলক্ষে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন,বৈচিগ্রাম,চৌবেড়ায়। পান্ডুয়ার বেলুন ধামাসীন অঞ্চলের পাঁচপাড়া গ্রামে ফুল দিবস পালিত হোল।